TRENDING:

ছিঃ! অন্তঃসত্ত্বার সঙ্গে যা করলেন নিরাপত্তারক্ষী... সভ্য সমাজে এমন হয়? হতবাক নেটদুনিয়া

Last Updated:

Security Guard Kicks Pregnant Woman || পড়শি দেশের এমন নৃশংস নারী নির্যাতনের ঘটনায় শিউরে উঠছেন আমাদের দেশের মানুষও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি: পাঁচ-ছয় মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে  লাথি মারার অভিযোগ উঠল এক নিরাপত্তারক্ষীর  বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজেই প্রমাণ মিলেছে এই ঘটনার। পড়শি দেশের এমন নৃশংস নারী নির্যাতনের ঘটনায় শিউরে উঠছে আমাদেশ দেশের মানুষও!
গ্রেফতার করা হয়েছে ওই নিরাপত্তারক্ষীকে
গ্রেফতার করা হয়েছে ওই নিরাপত্তারক্ষীকে
advertisement

সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের করাচির ঘটনা। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে, নিরাপত্তা রক্ষীর সঙ্গে গর্ভবতী ওই মহিলার কথা কাটাকাটি চলছে। এর পরেই ওই রক্ষী সপাটে চড় কষিয়ে দেন মহিলার গালে। টাল সামলাতে না-পেরে মাটিতে পড়ে যান ওই মহিলা। এরপর বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ওই নিরাপত্তা রক্ষী আচমকাই ভারি বুট দিয়ে সজোরে লাথি মারেন মহিলার মুখে। শারীরিক নিগ্রহের জেরে জ্ঞান হারান ওই মহিলা। ঘটনাস্থলে ইনস্টল করা সিসিটিভি ক্যামেরায় এই পুরো ঘটনা রেকর্ড হয়। আর তা সামনে আসতেই লজ্জাজনক এবং অমানবিক এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন নেটিজেনরা। এর পরেই গ্রেফতার করা হয়েছে ওই নিরাপত্তা রক্ষীকে।

advertisement

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম সানা (Sana)। তিনি করাচির গুলিস্তান-ই-জওহর (Gulistan-e-Jauhar)-এর নোমান গ্র্যান্ড সিটি (Noman Grand City)-র একটি বহুতলের অ্যাপার্টমেন্টে পরিচারিকার কাজ করেন। সানা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন যে, গত ৫ অগাস্ট রাত ৩টে নাগাদ তিনি তাঁর ছেলে সোহেল-কে খাবার দিয়ে যেতে বলেন। সোহেল খাবার নিয়ে অ্যাপার্টমেন্ট চত্বরে ঢুকতে গেলে তাঁকে বাধা দেয় আবদুল নাসির, আদিল খান এবং মাহমুদ খলিল নামে তিন নিরাপত্তারক্ষী।

advertisement

আরও পড়ুন: মাটি নিয়ে খেলা, লাল মাটির দেশের বিশেষ উদ্যোগে এক টুকরো ছেলেবেলার ছবি

সানার অভিযোগ, “আমি নীচে নেমে এসে ওই নিরাপত্তা রক্ষীদের প্রশ্ন করলে আদিল প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে আর আমাকে নিগ্রহ করতে শুরু করে। আমি ৫-৬ মাসের অন্তঃসত্ত্বা। যখন আদিল আমায় মারধর করে, সেই মারধরের চোটে আমি প্রচণ্ড যন্ত্রণায় জ্ঞান হারাই।”

advertisement

ঘটনাক তদন্ত শুরু হয়েছে এবং আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে। ইতিমধ্যেই ধারা ৩৫৪ (নিগ্রহ অথবা কোনও মহিলার উপর আপরাধমূলক আক্রমণ) এবং ধারা ৩৩৭এআই (যে কোনও মানুষকে আঘাত করার উদ্দেশ্যে কোনও কার্যকলাপ)-র আওতায় এফআইআর দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন- কেন্দ্র টাকা দিচ্ছে না, ফের সরব হল তৃণমূল কংগ্রেস

advertisement

সিন্ধ-এর মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ (Murad Ali Shah) এই ঘটনাটির কথা জানতে পেরেই ওই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। তাঁর প্রশ্ন, ওই মহিলার উপর হাত তোলার এবং হিংসাত্মক আক্রমণের স্পর্ধা ওই রক্ষী পেল কোথা থেকে।

আরও পড়ুন: সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, রামপুরহাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

পাকিস্তানে মহিলাদের উপর এমন নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। একটি রিপোর্ট বলছে, গোটা পাকিস্তানে গত জুন মাসে প্রায় ১৫৭ জন মহিলাকে অপহরণ করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন প্রায় ১১২ জন মহিলা। আর জুনেই ৯১ জন মহিলার থেকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছিঃ! অন্তঃসত্ত্বার সঙ্গে যা করলেন নিরাপত্তারক্ষী... সভ্য সমাজে এমন হয়? হতবাক নেটদুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল