Rampurhat Accident: সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, রামপুরহাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯

Last Updated:

এ দিন বিকেলে রামপুরহাটের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে তেলডা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে৷

#অক্ষয় ধীবর, রামপুরহাট: বীরভূমের মল্লারপুরে ভয়াবহ দুর্ঘটনা৷ সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৯ জন অটো যাত্রীর৷ গুরুতর আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অটো চালক৷ মৃতদের মধ্যে আটজন মহিলা এবং একজন পুরুষ বলে জানা গিয়েছে৷
এ দিন বিকেলে রামপুরহাটের মল্লারপুরে ১৪ নম্বর জাতীয় সড়কের উপরে তেলডা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে৷ নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা সহ একজন বালিকাও রয়েছে৷ জানা গিয়েছে, রামপুরহাট- সিউড়ি রুটের সরকারি বাসটির সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ সংঘর্ষের তীব্রতায় কার্যত দুমড়ে মুচড়ে গিয়ে উল্টে যায় বাসটি৷
advertisement
advertisement
অটো থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতেরা কৃষি কাজের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে৷ ধান রোপণের কাজ সেরে তাঁরা বাড়ি ফিরছিলেন বলে খবর৷ তখনই এই দুর্ঘটনা ঘটে৷ তাঁদের বাড়ি বীরভূমের পারকাঁদি গ্রামে৷
বাসটি সজোরে এসে ধাক্কা মারায় অটো থেকে ছিটক রাস্তায় গিয়ে পড়েন যাত্রীরা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যেকের৷ প্রথমে স্থানীয় মানুষ এসে উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাটে হাসপাতালে পাঠানো হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rampurhat Accident: সরকারি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ, রামপুরহাটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৯
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement