পেশাওয়াড়ের মাত্তানি লাকার হাসান খেল পুলিশ স্টেশনে হামলা চালায় পাকিস্তানি তালিবান পন্থী জঙ্গিরা৷ পাল্টা জবাব দেয় পুলিশও৷ পুলিশ সূত্রের খবর, এই হামলার ঘটনায় ৭ জঙ্গি জড়িত রয়েছে বলে জানা গিয়েছে৷ তার মধ্যে ২জনকে খতম করেছে পাকিস্তান পুলিশ৷ ৩ পুলিশকর্মীও আহত৷
advertisement
ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী৷ পৌঁছেছে উদ্ধারকারী দলও৷ এলাকাজুড়ে জারি রয়েছে হাই অ্যালার্ট৷ গত শুক্রবার কাবুলে ঢুকে বিমানহানা চালায় পাকিস্তান৷ পাক বিমানবাহিনী পিএএফ কাবুলের তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র আস্তানাগুলি টার্গেট করে এই হামলা চালায়৷
গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এই দফা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) প্রধান নুর ওয়ালি মেহসুদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে৷ মেহসুদ পূর্ব কাবুলের টিটিপি এবং আল-কায়েদা সেফ হাউস থেকে সংগঠন পরিচলনা করছিলেন৷
কিছু সূত্র দাবি করেছে, পাকিস্তানের এই বিমানহানায় মেহসুদের বাড়ির চত্বর ধূলিসাৎ হয়ে গিয়েছে৷ যদিও CNN-News18 -র হাতে একটি ভিডিও বার্তা এসেছে, যেখানে মেহসুদ দাবি করেছেন, তিনি নিরাপদ রয়েছেন এবং পাকিস্তানে রয়েছেন৷ তবে হামলায় তাঁর ছেলের মৃত্যু হয়েছে৷