ইসলামাবাদ: ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে। জানা গিয়েছে, পেশওয়ারে প্যারামিলিটারি ফোর্সের সদর দফতরে হামলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, সোমবার সকালে বন্দুকবাজরা সেখানে হামলা চালায়। এক্স হ্যান্ডলে অনেকে দাবি করেছেন, প্যারামিলিটারি ফোর্সের সদর দফতর থেকে বিস্ফোরণের আওয়াজও শোনা গিয়েছে।
advertisement
পাকিস্তানের সংবাদমাধ্যমকে পেশওয়ার ক্যাপিটাল সিটি পুলিশের আধিকারিক মিলন সৈয়দ আহমেদ জানান, ফেডারেল কনস্টাবুলারি (এফসি) অর্থাৎ প্যারামিলিটারি ফোর্সের সদর দফতরে হামলা হয়েছে।
এলাকা কর্ডন করা হয়েছে। হামলাকারীদের পাল্টা জবাব দেওয়া হচ্ছে। ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
জানা যাচ্ছে, ‘সুইসাইড বম্বার’ প্রথমে প্যারামিলিটারি ফোর্সের সদর দপ্তরের মূল প্রবেশ দরজায় বিস্ফোরণ ঘটায়। এর পরে অন্য ‘সুইসাইড বম্বার’ ভিতরে প্রবেশ করে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক জঙ্গি সংগঠনকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে বারে বারে। একাধিক আন্তর্জাতিক শক্তিও বিষয়টি নিয়ে সরব হয়েছে। আর জঙ্গিদের আশ্রয় দেওয়াই কি কাল হচ্ছে পাকিস্তানের জন্য? উঠছে প্রশ্ন।
