Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Cyclone Senyar Update: বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ অনেকটাই কম। সকালে ও রাতের দিকে হালকা শীতের অনুভূতি থাকবে। কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে পারদ।
দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আজ, সোমবার সিস্টেমটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা। পরবর্তী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে ভারতের মৌসম ভবন।
advertisement
advertisement
বঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। কোনও কোনও জেলায় সকালে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। শীতের আমেজ অনেকটাই কম। সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি থাকবে। কলকাতায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে পারদ। পশ্চিমের জেলাগুলিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারদ। স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। সকালে ও রাতে শীতের আমেজ থাকবে। বেলায় কিছুটা কমবে শীতের আমেজ।
advertisement
advertisement
কলকাতায় সকালে কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই। আজ, সোমবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে। সকালে হালকা কুয়াশা। কলকাতায় পারদ ১৭-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। আগামী পাঁচ দিন একই রকম আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।
advertisement
কলকাতায় আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।









