TRENDING:

US Pak Missile: কাবুলে বোমা ফেলেছে পাকিস্তান...আর এদিকে কৈফিয়ত দিচ্ছে আমেরিকা! ‘পাকিস্তানকে কিন্তু নতুন কোনও মিসাইল দিইনি আমরা..’

Last Updated:

দূতাবাস বিষয়টি নিয়ে কৈফিয়তের সুরে জানিয়েছে, ‘‘প্রশাসন জোর দিয়ে জানাতে চায় যে, এই উল্লেখিত চুক্তির কোনও অংশই পাকিস্তানকে নতুন উন্নত মাঝারি-পাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (AMRAAMs) সরবরাহের জন্য নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নয়াদিল্লি: বৃহস্পতিবারই আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে বিমানহানা চালিয়েছে পাকিস্তান৷ যার জেরে আবারও শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে৷ এমন পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে নিজেদের যুদ্ধাস্ত্র কেনাবেচা নিয়ে কার্যত ঘোষিত ‘কৈফিয়তদিয়ে দিল আমেরিকা৷ জানিয়ে দিল, তারা কিন্তু পাকিস্তানকে নতুন করে কোনও মিসাইল সাপ্লাই করেনি

advertisement

শুক্রবার ভারতের আমেরিকার দূতাবাসের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন-পাক নতুন সামরিক চুক্তির আওতায় পাকিস্তানকে কোনও নতুন মিসাইল সরবরাহ করেনি তারা৷ সেই বিবৃতি অনুযায়ী, ‘‘২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর ডিপার্টমেন্ট অফ ওয়ার একটি তালিকা সংবলিত চুক্তি পত্র প্রকাশ করে৷ যেখানে পাকিস্তান সহ বিভিন্ন দেশের সঙ্গে নানা ধরনের সেনা সরঞ্জাম সংক্রান্ত কেনাবেচার ঘোষণা করা হয়েছে৷’’

advertisement

আরও পড়ুন: এবার একেবারে কাবুলে ঢুকে বিমানহানা ইসলামাবাদের! পর পর বিস্ফোরণ..কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী

দূতাবাস বিষয়টি নিয়ে কৈফিয়তের সুরে জানিয়েছে, ‘‘প্রশাসন জোর দিয়ে জানাতে চায় যে, এই উল্লেখিত চুক্তির কোনও অংশই পাকিস্তানকে নতুন উন্নত মাঝারি-পাল্লার এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (AMRAAMs) সরবরাহের জন্য নয়৷

advertisement

আরও পড়ুন : বড় খবর, বন্ধ থাকবে বিদ‍্যাসাগর সেতুতে যান চলাচল! শনি ও রবিবার কখন বন্ধ থাকবে? এখনই জানুন

আমেরিকার তরফে জানানো হয়েছে, যে চুক্তিতে যুক্তরাজ্য, পোল্যান্ড, পাকিস্তান, জার্মানি, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, রোমানিয়া, কাতার, ওমান, দক্ষিণ কোরিয়া, গ্রীস, সুইজারল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, চেক প্রজাতন্ত্র, জাপান, স্লোভাকিয়া, ডেনমার্ক, কানাডা, বেলজিয়াম, বাহরাইন, সৌদি আরব, ইতালি, নরওয়ে, স্পেন, কুয়েত, সুইডেন, তাইওয়ান, লিথুয়ানিয়া, ইসরায়েল, বুলগেরিয়া, হাঙ্গেরি এবং তুরস্ক সহ একাধিক অংশীদার দেশের কাছে বিদেশি সামরিক বিক্রয় চুক্তির অন্তর্ভুক্ত রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালে ফের জমা জলে বেনজির দুর্ভোগ! এরই মাঝে হাজির পুলিশ, দেবদূতের মতো করছে কাজ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
US Pak Missile: কাবুলে বোমা ফেলেছে পাকিস্তান...আর এদিকে কৈফিয়ত দিচ্ছে আমেরিকা! ‘পাকিস্তানকে কিন্তু নতুন কোনও মিসাইল দিইনি আমরা..’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল