TRENDING:

Norway Doctor: ৮৭ জন মহিলাকে ধর্ষণ, যৌনাঙ্গে ঢেলে দিত...ভয়াবহ নির্যাতন! নরওয়ের চিকিত্‍সকের কাণ্ডে স্তম্ভিত বিশ্ব

Last Updated:

Doctor Crime: ৫৫ বছর বয়সী চিকিত্‍সকের কাণ্ডে স্তম্ভিত গোটা বিশ্ব! ৮৭ জন মহিলাকে ধর্ষণ করেছে অভিযুক্ত প্রাক্তন ডাক্তার। সেইসঙ্গে করা হয়েছে নৃশংস অ‍ত‍্যাচারের ভিডিও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
৫৫ বছর বয়সী চিকিত্‍সকের কাণ্ডে স্তম্ভিত গোটা বিশ্ব! ৮৭ জন মহিলাকে ধর্ষণ করেছে অভিযুক্ত প্রাক্তন ডাক্তার। সেইসঙ্গে করা হয়েছে নৃশংস অ‍ত‍্যাচারের ভিডিও। নরওয়ের ঘটনা প্রকাশ‍্যে আসতেই বিরাট শোরগোল। কেবলমাত্র ধর্ষণ নয়, সেইসঙ্গে আরও একাধিক ভাবে যৌন নির্যাতন চালিয়েছেন অভিযুক্ত চিকিত্‍সক।

৮৭ জন মহিলাকে ধর্ষণ, যৌনাঙ্গে ঢেলে দিত...নির্যাতনের ভয়ঙ্কর নৃশংসতা! নরওয়ের চিকিত্‍সকের কাণ্ডে স্তম্ভিত বিশ্ব
৮৭ জন মহিলাকে ধর্ষণ, যৌনাঙ্গে ঢেলে দিত...নির্যাতনের ভয়ঙ্কর নৃশংসতা! নরওয়ের চিকিত্‍সকের কাণ্ডে স্তম্ভিত বিশ্ব
advertisement

নরওয়ের একটি ছোট্ট গ্রামের ডাক্তার ছিলেন আর্নে বাই। শুধু তাই নয়, গ্রামে ডাক্তার হিসেবে সবাই সম্মান করত বাইকে। ৫৫ বছর বয়সী এই প্রাক্তন ডাক্তারের বিরুদ্ধেই উঠেছে ৮৭ জন নারীকে ধর্ষণের অভিযোগ। সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিকিত্‍সার নামে বহু রোগীকে ধর্ষণ করেছে ওই ব‍্যক্তি। ৮৭ জন নির্যাতিতা মহিলার মধ‍্যে দু’জন নাবালিকা। সবচেয়ে ছোট দুই নির্যাতিতার বয়স ১৪ এবং ১৫ বছর। সবচেয়ে বয়স্ক নির্যাতিতার বয়স ৬৭। প্রায় ২০ বছর ধরে একাধিক মহিলাকে ধর্ষণ করেছে আর্নে বাই।

advertisement

আরও পড়ুন: ভিটামিন সি-র খনি! শীত পড়তেই দেদার খাচ্ছেন কমলালেবু? খুব সাবধান, উপকারী ফল থেকে দূরে থাকবেন কারা?

এই প্রাক্তন ডাক্তারের বিরুদ্ধে আরও অভিযোগ, মহিলাদের অত‍্যাচার করার ভিডিও রেকর্ডিং করতেন তিনি দোষী। এই ভিডিওগুলি ধর্ষণ এবং রোগীদের স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার গোপন রেকর্ডিং। পুলিশ ৬০০০ ঘন্টারও বেশি ভিডিও সামগ্রী বাজেয়াপ্ত করেছে যাতে তাদের অজান্তেই রোগীদের উপর করা স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার রেকর্ডিং রয়েছে।

advertisement

ডাক্তারদের আরও অভিযোগ, ডাক্তার কোনও চিকিৎসা কারণ ছাড়াই ভিকটিমদের গোপনাঙ্গে ‘ডিওডোরেন্ট-সদৃশ’, ‘বোতলের মতো’ এবং অন্যান্য সিলিন্ডারের মতো বস্তু প্রবেশ করান। এক নির্যাতিতা আদালতে জানান, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে মনে হচ্ছিল মৃত‍্যুযন্ত্রণার মতো।

আরও পড়ুন: এতবার খেয়েছেন, বলুন তো জিলিপির ইংরেজি কী? প‍্যাঁচালো নয়, সহজ প্রশ্নের উত্তর দিতেই ডাহা ফেল ৯৯%! আপনি জানেন কি?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন‍্য এক নির্যাতিতা জানান, তিনি শুধুমাত্র গলা ব্যথার সমস‍্যা নিয়ে চিকিত্‍সকের কাছে যান। কিন্তু ডাক্তার তাকে পোশাক খুলে পরীক্ষা করেন। তিনি বলেন, ‘‘আমি ভেবেছিলাম তিনি একজন ডাক্তার, তাই আমি তার কথা শুনেছি।” অনেক মহিলা গাইনোকোলজিকাল পরীক্ষার সময় বেদনাদায়ক অভিজ্ঞতা এবং অস্বস্তিকর স্পর্শের অভিযোগ করেছেন।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Norway Doctor: ৮৭ জন মহিলাকে ধর্ষণ, যৌনাঙ্গে ঢেলে দিত...ভয়াবহ নির্যাতন! নরওয়ের চিকিত্‍সকের কাণ্ডে স্তম্ভিত বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল