নরওয়ের একটি ছোট্ট গ্রামের ডাক্তার ছিলেন আর্নে বাই। শুধু তাই নয়, গ্রামে ডাক্তার হিসেবে সবাই সম্মান করত বাইকে। ৫৫ বছর বয়সী এই প্রাক্তন ডাক্তারের বিরুদ্ধেই উঠেছে ৮৭ জন নারীকে ধর্ষণের অভিযোগ। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিকিত্সার নামে বহু রোগীকে ধর্ষণ করেছে ওই ব্যক্তি। ৮৭ জন নির্যাতিতা মহিলার মধ্যে দু’জন নাবালিকা। সবচেয়ে ছোট দুই নির্যাতিতার বয়স ১৪ এবং ১৫ বছর। সবচেয়ে বয়স্ক নির্যাতিতার বয়স ৬৭। প্রায় ২০ বছর ধরে একাধিক মহিলাকে ধর্ষণ করেছে আর্নে বাই।
advertisement
আরও পড়ুন: ভিটামিন সি-র খনি! শীত পড়তেই দেদার খাচ্ছেন কমলালেবু? খুব সাবধান, উপকারী ফল থেকে দূরে থাকবেন কারা?
এই প্রাক্তন ডাক্তারের বিরুদ্ধে আরও অভিযোগ, মহিলাদের অত্যাচার করার ভিডিও রেকর্ডিং করতেন তিনি দোষী। এই ভিডিওগুলি ধর্ষণ এবং রোগীদের স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার গোপন রেকর্ডিং। পুলিশ ৬০০০ ঘন্টারও বেশি ভিডিও সামগ্রী বাজেয়াপ্ত করেছে যাতে তাদের অজান্তেই রোগীদের উপর করা স্ত্রীরোগ সংক্রান্ত পরীক্ষার রেকর্ডিং রয়েছে।
ডাক্তারদের আরও অভিযোগ, ডাক্তার কোনও চিকিৎসা কারণ ছাড়াই ভিকটিমদের গোপনাঙ্গে ‘ডিওডোরেন্ট-সদৃশ’, ‘বোতলের মতো’ এবং অন্যান্য সিলিন্ডারের মতো বস্তু প্রবেশ করান। এক নির্যাতিতা আদালতে জানান, এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে মনে হচ্ছিল মৃত্যুযন্ত্রণার মতো।
অন্য এক নির্যাতিতা জানান, তিনি শুধুমাত্র গলা ব্যথার সমস্যা নিয়ে চিকিত্সকের কাছে যান। কিন্তু ডাক্তার তাকে পোশাক খুলে পরীক্ষা করেন। তিনি বলেন, ‘‘আমি ভেবেছিলাম তিনি একজন ডাক্তার, তাই আমি তার কথা শুনেছি।” অনেক মহিলা গাইনোকোলজিকাল পরীক্ষার সময় বেদনাদায়ক অভিজ্ঞতা এবং অস্বস্তিকর স্পর্শের অভিযোগ করেছেন।