সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে দেশের বর্তমান সংসদ। কেপি শর্মী ওলির ইস্তফার পরেই সরকারের পতন ঘটেছিল। এবার নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত সুশীলা কার্কিকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বেছে নেওয়া হচ্ছে।
advertisement
এর আগে অন্তর্বতী সরকারের প্রধানমন্ত্রী পদে কুলমন ঘিসিং এবং বালেন্দ্র শাহের নামও শোনা গিয়েছিল। যদিও বুধবার সুশীলাকে নিজেদের পরবর্তী নেতা হিসাবে ঘোষণা করেছিল Gen Z। যদিও অন্তর্বর্তী সরকারের মাথায় কে বসবেন তা নিয়ে সেনার সঙ্গে আলোচনা চলছিল। অবশেষে জানা গেল সুশীলাই হতে চলেছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার সুশীলা ভারত এবং প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে মন্তব্য করেছিলেন। নিউজ১৮কে তিনি বলেন, “Gen Z আন্দোলনকারীরা আমায় সময়ের জন্য সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে”, সুশীলা কার্কি এই নিয়ে বলেছেন, “জাতীয় স্বার্থে কাজ করতে প্রস্তুত।” ভারতীয় সময় ৮টা ৩০ এ শপথ নেবেন কার্কি।