সমর্থকদের জয়োচ্ছ্বাস, জয়ধ্বনির মাঝে দাঁড়িয়ে মামদানিকে বলতে শোনা গেল, ‘‘আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জওহরলাল নেহরুর বলা কথা মনে পড়ে যাচ্ছে৷ ‘ইতিহাসে এমন বিরল কিছু মুহূর্তে আসে, যখন আমরা পুরনো থেকে নতুনের পথে পা বাড়াই৷ যখন একটা যুগ শেষ হয় এবং যখন দীর্ঘদিন অবদমিত থাকা কোনও দেশের আত্মা তাঁর বলার ভাষা খুঁজে পায়৷’’
advertisement
৩৪ বছরের ভারতীয় বংশোদ্ভূত বামঘেঁষা ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি নিউ ইয়র্কের ১১ তম মেয়র নির্বাচিত হলেন, এবং তিনিই এই শহরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র৷ যিনি ‘অজুহাত’ নয় ‘স্বচ্ছতা, সাহস এবং স্বপ্নে’র নতুন যুগের অবতারণা করবেন বলে দাবি করেছেন৷
নিজের ৩০ মিনিটের বিজয় সম্ভাষণে জোহরান আবারও নিজের ফ্রি বাস, বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণ, বিনামূল্যে চাইল্ড কেয়ারের মতো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন৷
জোহরান মামদানি এদিন তাঁর সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘‘এমন অন্ধকার সময়ে, নিউইয়র্কই হবে আলো৷’’ এরপর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে লক্ষ্য করে তিনি বলেন, যে শহর একসময় ‘তাঁকে জন্ম দিয়েছে’, সেই শহরই তাঁকে ‘পরাজিত করার পথ দেখাতে পারে’৷
