TRENDING:

Myanmar: উত্তপ্ত মায়ানমার! পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় মায়ানমারের ৬০০ সেনার

Last Updated:

Myanmar: অন্তত ৬০০ মায়ানমার সেনার সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে খবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নেপিডো: মায়ানমারের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। একের পর এক এলাকা দখল করে নিচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এরই মধ্যে অন্তত ৬০০ মায়ানমার সেনার সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বলে খবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মায়ানমার-ভারতে সীমান্তবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ এখন আরাকান গোষ্ঠীর দখলে। মায়ানমার সেনার অবস্থা এখন কোণঠাসা। এরই মধ্যে যুদ্ধক্ষেত্র কার্যত পালিয়ে যাচ্ছে অধিকাংশ মায়ানমার সেনা।
ভারতে আশ্রয় মায়ানমারের ৬০০ সেনার। (ফাইল ছবি-AP)
ভারতে আশ্রয় মায়ানমারের ৬০০ সেনার। (ফাইল ছবি-AP)
advertisement

সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করেছে অন্তত ৬০০ মায়ানমার সেনা। মিজোরামে অসম রাইফেলসের একটি ক্যাম্পে এই সেনাদের রাখা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কথা বসেছে মিজোরামের রাজ্য সরকার। তাদের দাবি, অবিলম্বে যেন এই বিদেশি সেনাদের তাদের মাটি থেকে সরানো হয়। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১৫০ সেনাকে মায়ানমারে পাঠানো হয়েছে। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে বাকি সেনা কিছুতেই সেখানে ফিরে যেতে চাইছে না।

advertisement

আরও পড়ুন, রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে ‘নজরুল ইসলাম’-এর গান শেয়ার করলেন মোদি, রইল চমক

মায়ানমারের সবথেকে বেশি উত্তপ্ত পশ্চিম অংশ। এখানে রাখাইন এলাকা কার্যত আরাকান আর্মির দখলে। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করে নিচ্ছে আরাকান গোষ্ঠী। তবে জানা যাচ্ছে, ভারতে আশ্রয় নেওয়া মায়ানমার সেনাদের দ্রুত ফেরত পাঠানোর কাজ শুরু হবে। আরেকটি সূত্র জানাচ্ছে, অন্তত ৪৫০ সেনাকে বুঝিয়ে ফের মায়ানমারে ফেরত পাঠানো গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অন্যদিকে, মায়ানমারে সেনা প্রশাসন ক্ষমতায় থেকেও বেশ বিপাকে পড়েছে। ২০২৩ সালের অক্টোবর মাসে মায়ানমারে বিদ্রোহী সমস্ত গোষ্ঠী এক ছাতার তলায় চলে এসেছে। নাম দেওয়া হয়েছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এই সংগঠনের অন্যতম মাথা আরাকান আর্মি। সব বিদ্রোহী গোষ্ঠী একসঙ্গে হাত মিলিয়ে লাগাতার হামলা চালাচ্ছে মায়ানমার সেনার উপরে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Myanmar: উত্তপ্ত মায়ানমার! পালিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় মায়ানমারের ৬০০ সেনার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল