Ram Mandir 22nd January: রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে ‘নজরুল ইসলাম’-এর গান শেয়ার করলেন মোদি, রইল চমক
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Ram Mandir 22nd January: মাঝে আর মাত্র একদিন৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে৷
কলকাতা: রাম মন্দির উদ্বোধনের প্রাক্কালে গোটা দেশই মেতে উঠেছে৷ এ বার সেই আনন্দে জুড়ে গেলেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম৷ তাঁর লেখা গান নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি, রামভক্তির উজ্জ্বল নিদর্শন হিসাবে বাংলার কথাও উল্লেখ করলেন তিনি৷
মোদি শনিবার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রভু শ্রী রামের প্রতি প্রবল ভক্তি ও শ্রদ্ধা আছে৷ আপনাদের জন্য রইল বিখ্যাত নজরুলগীতি ‘মন জপ নাম’৷’ সেখানে পায়েল কর নামে এক শিল্পীর গাওয়া একটি নজরুলগীতি পোস্ট করলেন তিনি৷
advertisement
advertisement
The people of West Bengal have immense reverence towards Prabhu Shri Ram.
Here is the iconic Nazrul Geeti Mono Jopo Naam. #ShriRamBhajan https://t.co/eW14VohNbH
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
মাঝে আর মাত্র একদিন৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে৷ সেই সাড়ম্বর আয়োজনে আপাতত মেতে উঠেছে গোটা দেশ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে চলছে তোড়জোড়। সেজে উঠেছে অযোধ্যা। আটচল্লিশ ঘন্টাও বাকি নেই প্রাণ প্রতিষ্ঠার। আজ থেকেই কার্যত এসপিজির দখলে গোটা অযোধ্যা। সূত্রের খবর, সোমবার দুপুর ১২টা ১৫ থেকে ১২টা পঁয়তাল্লিশের মধ্যে হবে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। সে সময় গর্ভগৃহে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ পাঁচজন।
advertisement
প্রধানমন্ত্রী মোদি ছাড়াও থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরে হবে আরতি। আরতির মধ্যে দিয়েই শেষ হবে বিশেষ পুজো। এর জন্য আচার্যদের নিয়ে তিনটি পৃথক দল গঠন করা হয়েছে। প্রথম দলের নেতৃত্ব দেবেন স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ, দ্বিতীয় দলের দায়িত্বে শংকরাচার্য বিজেন্দ্র সরস্বতী। কাশীর পণ্ডিতদের নিয়ে তৈরি হয়েছে তৃতীয় দল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 2:12 PM IST