অতিথির তালিকা দীর্ঘ। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন ৪০০ জনেরও বেশি। সেখানে উপস্থিত ছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী, রিলায়েন্স ফাউন্ডেশেনের চেয়ারপার্সন নীতা আম্বানি, অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার চেয়ারপার্সন আনন্দ মহিন্দ্রার মতো ব্যক্তিত্বরা। সেই সমাগমে একে অপরের সঙ্গে বার্তালাপ করেন তাঁরা। তোলা হয় ছবিও। ওয়াশিংটন ডিসি-র সেই অনুষ্ঠানে একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি এবং সস্ত্রীক সুন্দর পিচাই।
advertisement
এ ছাড়াও সেই নৈশভোজে ছিলেন সত্য নাডেলা, টিম কুক, রালফ লরেনের মতো নামীদামি ব্যক্তিত্বরা। আয়োজনও ছিল দেখার মতো।
আরও পড়ুন– আজ বিরোধী জোটের বৈঠকে মধ্যমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন– এক দফা নয়, এবার একাধিক দফায় পঞ্চায়েত ভোটের দাবি জানাল বিজেপি
জানা গিয়েছে, মেনুতে বেশিরভাগ খাবারই ছিল নিরামিষ। প্রধানমন্ত্রীর ডায়েটের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে পদগুলি। এ ছাড়াও অন্যান্য অতিথিদের জন্যও ছিল রাজকীয় আয়োজন। সব মিলিয়ে বলাই যায়, কোনও ত্রুটি রাখা হয়নি আতিথেয়তায়।