BJP on Panchayat Election: এক দফা নয়, এবার একাধিক দফায় পঞ্চায়েত ভোটের দাবি জানাল বিজেপি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
রাজ্য পুলিশে আস্থা নেই, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই পঞ্চায়েত ভোট করতে হবে। প্রথম থেকেই এই দাবি জানিয়ে আসছে বঙ্গ বিজেপি-সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: এক দফা নয়, এবার একাধিক দফায় পঞ্চায়েত ভোটের দাবি জানাল বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাহিনী প্রসঙ্গে চিঠি পাঠানোর পর পরই প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘‘কমিশনের পক্ষ থেকে যে পরিমাণ বাহিনী চাওয়া হয়েছে এক দফায় ভোট হলে কেন্দ্রের পক্ষে দেওয়া তা সম্ভব নয়। তাই একাধিক দফায় ভোট করা দরকার ৷’’
সুকান্ত মজুমদার এও বলেন, ‘‘একদফায় ভোট হলে একসঙ্গে ৮২২ কোম্পানি বাহিনী দিতে হবে কেন্দ্রকে। যা কেন্দ্র সরকারের পক্ষে মনে হয় দেওয়া সম্ভব নয়। ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে পাঁচ দফায় ভোট হয়েছিল। বাহিনীর হিসেব ৮০০ কোম্পানি ছিল।’’ তাই এক দফা ভোটে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি লেখা প্রসঙ্গে এবার কমিশনের আদালতে গিয়ে একাধিক দফায় পঞ্চায়েত ভোটের দাবি জানানো উচিত বলে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার।
advertisement
advertisement
রাজ্য পুলিশে আস্থা নেই, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই পঞ্চায়েত ভোট করতে হবে। প্রথম থেকেই এই দাবি জানিয়ে আসছে বঙ্গ বিজেপি-সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে কমিশন রাজ্য পুলিশেই আস্থা রেখে পঞ্চায়েত ভোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার মাঝেই কলকাতা হাইকোর্টের নজিরবিহীন নির্দেশে শেষমেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আদালতের নির্দেশ মেনে প্রয়োজনীয় বাহিনী চেয়ে চিঠি দেওয়ার পর এবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে কমিশনকে নয়া দাবি জানিয়ে এক দফা নয়, একাধিক দফায় ভোট করানোর বিষয় আদালতে দ্বারস্থ হওয়ার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 22, 2023 7:06 PM IST