Mamata Banerjee: আজ বিরোধী জোটের বৈঠকে মধ্যমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

নীতিশের বাসভবনে বেলা ১১ টা থেকে শুরু বৈঠক। 

আজ বিরোধী জোটের বৈঠকে মধ্যমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায়
আজ বিরোধী জোটের বৈঠকে মধ্যমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায়
আবীর ঘোষাল, পটনা: বৈঠক নীতীশের পক্ষ থেকে ডাকা হলেও বিরোধীদের একজোট করার ক্ষেত্রে তৃণমূলের বিশেষ ভূমিকা রয়েছে। আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, কেসিআরের দল বিআরএস, যারা কংগ্রেসের শরিক দল নয়, তারা তৃণমূলের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তা আগেই জানিয়েছে। আর এমন অবস্থায় লোকসভা ভোটের আগে বিরোধী শিবিরের সলতে পাকানোর ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লালু প্রসাদ যাদবের সঙ্গে বৈঠক, নীতিশের তাঁর সঙ্গে দেখা করতে আসা সে দিকেই ইঙ্গিত করছে। বৈঠকে যে বিষয়ের উপর জোর দেওয়া হবে তাতে কেন্দ্র সরকার বিরোধী শাসিত কোনও রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করলে সবাইকে একজাট হয়ে তার প্রতিবাদ করতে হবে, সংসদে বিরোধীদের একজোট হয়ে চলতে হবে, বৈঠকে যে সমস্ত ইস্যুকে সামনে রাখা হবে তাতে বিরোধীদের এক সুরে কথা বলতে হবে এবং আরেকটি বিষয় হল প্রথম বৈঠকে যেভাবে বিরোধী দলের শীর্ষ নেতারা হাজির থাকবেন, সেই একভাবে পরবর্তীকালের বৈঠকগুলিতেও তাদেরই হাজির থাকতে হবে।
advertisement
advertisement
নজরে লোকসভা ভোট। বিজেপি বিরোধী জোটের বৈঠক। আজ, শুক্রবার বেলা ১১টা থেকে পটনায় নীতীশ কুমারের বাসভবনে হতে চলেছে বৈঠক।বৈঠকে যোগ দিতে গতকালই পটনায় এসে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে থাকবেন রাহুল গান্ধি, মল্লিকার্জূন খাড়গে, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্য, কে সি বেণুগোপাল, মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে-সহ একাধিক নেতারা।
advertisement
নীতিশ কুমার-তেজস্বী যাদবের পৌরহিত্যে হবে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ‘‘নীতীশজি যখন কলকাতায় এসেছিলেন, আমাদের বৈঠক হয়েছিল। সেখানেই আমি প্রস্তাব দিয়েছিলাম এই বৈঠক পটনাতেই হোক। কারণ, জয়প্রকাশজি আন্দোলন শুরু করেছিলেন পটনা থেকেই। ওটা একটা হিন্দি বেল্ট। আমিই নীতীশজিকে বলেছিলাম, সকলকে আমন্ত্রণ জানান। যার যার আসার আসবে।’’
advertisement
দিল্লির অর্ডিন্যান্স ইস্যু থেকে শুরু করে নতুন সংসদ ভবনের উদ্বোধন, বিভিন্ন বিষয়কে সামনে রেখে ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধীরা ক্রমশ একজোট হওয়ার প্রয়াশ চালাচ্ছে, সেই উদ্যোগ এই বৈঠকে আরও কিছুটা এগোবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: আজ বিরোধী জোটের বৈঠকে মধ্যমণি সেই মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement