Opposition Alliance Meeting: লোকসভা নিয়ে পটনায় আজ বিরোধী জোটের বৈঠক 

Last Updated:

এক ছাতার তলায় আসতে কি পারবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি ? 

লোকসভা নিয়ে পটনায় আজ বিরোধী জোটের বৈঠক 
লোকসভা নিয়ে পটনায় আজ বিরোধী জোটের বৈঠক 
পটনা:  লক্ষ্য ২০২৪ সালে বিজেপিকে পরাস্ত করা। সেই লক্ষ্যে আজ, শুক্রবার বিরোধী দলের চাঁদের হাট পটনাতে। বৃহস্পতিবার বিকেলেই পটনায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
মমতা বন্দোপাধ্যায় পৌঁছনোর কয়েক ঘণ্টা পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে পটনা বিমানবন্দরে পৌঁছন। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিও বৃহস্পতি-সন্ধ্যায় পটনায় পৌঁছেছেন। কংগ্রেস সূত্রে খবর, আজ, শুক্রবার সকালে পটনা পৌঁছবেন রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। গত রাতে অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন-সহ বিরোধী নেতারা এসে হাজির হন পটনায় ৷ বিরোধী দলের বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তেজনা বহাল পটনায়।
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন গতকালই, আমাদের আশা আগামী লোকসভা ভোটে বিজেপির মোকাবিলায় ‘একের বিরুদ্ধে এক’ প্রার্থী দেওয়ার বিষয়ে আজকের বৈঠকে বিরোধী দলগুলির ঐকমত্য হবে। আমরা সকলে এখানে বিজেপির বিরুদ্ধে লড়তে এসেছি। তবে বৈঠকে যোগ দেওয়া রাজনৈতিক নেতাদের অনেকেই উল্লেখ করছেন, কংগ্রেস তার ইগো বাদ দিয়ে বাকি রাজনৈতিক দলগুলোকে কতটা সাহায্য করবেন তার ওপর অনেক কিছু নির্ভর করে আছে।
advertisement
এর আগে ২০২১ সালে বাংলার ভোটে তৃণমূল কংগ্রেস, বিজেপিকে হারানোর পরে, বিরোধী জোটের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সেই প্রক্রিয়া বেশিদূর এগোয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর পিছনে রয়েছে, কংগ্রেস বাকিদের সঙ্গে দূরত্ব তৈরি করে রেখেছে। যদিও কর্ণাটক বিধানসভা ভোটে, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে ভোট দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তার আগে গোয়া বা মেঘালয়ের ভোটে প্রার্থী নিয়ে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। এই অবস্থায় দাঁড়িয়ে, বিজেপিকে রুখতে আজ বিরোধী জোটের বৈঠকে রাহুল গান্ধি কতটা নমনীয় ভাব প্রকাশ করেন সেটাই এখন দেখার ৷ সেই দিকে চেয়ে অরবিন্দ কেজরিওয়াল শিবিরও।
বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Alliance Meeting: লোকসভা নিয়ে পটনায় আজ বিরোধী জোটের বৈঠক 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement