TRENDING:

Muhammad Yunus Resignation: সত্যিই ইস্তফা দিতে চান? ধুরন্ধর ইউনূসের পরিকল্পনা আরও অনেক বড়, দাবি নোবেলজয়ীর সমালোচকদের

Last Updated:

গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস৷ পরবর্তী নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কথা ছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: গত কয়েকদিন ধরেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের ইস্তফার ইচ্ছেপ্রকাশকে কেন্দ্র করে ফের সরগরম হয়ে উঠেছে বাংলাদেশ৷ কারণ এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করানোর জন্য ইউনূসকে কার্যত চরমসীমা দিয়ে দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী৷ এই পরিস্থিতিতে ইউনূস সত্যিই ইস্তফা দিতে চান, নাকি ইস্তফার ইচ্ছেপ্রকাশ করে তার আড়ালে ইউনূস আরও বড় কোনও পরিকল্পনার ছক কষছেন, তা নিয়েই চর্চা শুরু হয়েছে৷ সূত্র মারফত যা খবর উঠে আসছে, তাতে ইউনূসের ইস্তফার ইচ্ছে আসলে কতটা, তা নিয়েই সংশয় থাকছে৷
সেনাবাহিনীর চাপে মহম্মদ ইউনূস৷
সেনাবাহিনীর চাপে মহম্মদ ইউনূস৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ইউনূস নিজে অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকতে আগ্রহী৷ নিজের সমর্থকদের মাধ্যমে কৌশলে সেই প্রচেষ্টা শুরুও করে দিয়েছেন তিনি৷ সূত্রের খবর, পাল্টা চাপ দেওয়ার কৌশল নিয়েছেন নোবেলজয়ী ইউনূস৷ তাঁর সমর্থকরা রাজধানী ঢাকা নির্বাচনের বিরোধিতা করে মিছিল করতেও শুরু করেছে৷ ঢাকার বিভিন্ন জায়গায় আগে সংস্কার, পরে নির্বাচন বলে দাবি তুলে পোস্টার পড়তেও শুরু করেছে৷

advertisement

গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন মহম্মদ ইউনূস৷ পরবর্তী নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার কথা ছিল৷ সূত্রের খবর, এখন নির্বাচনকে এড়িয়েই পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছেন ইউনূস৷

একদিকে নির্বাচনের জন্য সেনাবাহিনীর চাপ, অন্যদিকে ইউনূস সরকারের প্রস্তাবিত রোহিঙ্গা করিডর নিয়ে সেনাবাহিনীর বিরোধিতা৷ দুইয়ের জাঁতাকলে পড়েই ইউনূস পাল্টা ইস্তফা দেওয়ার হুমকি দিয়ে চাপের খেলা খেলছেন বলেই দাবি তাঁর সমালোচকদের৷ এই রোহিঙ্গা করিডর তৈরির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাষ্ট্রসংঘের সমর্থন থাকলেও বাংলাদেশের ভিতরে প্রস্তাবিত এই প্রকল্প নিয়ে তীব্র বিরোধিতা তৈরি হয়েছে৷ যা ইউনূসের চেয়ারকে আরও টলমল করে দিয়েছে৷ বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সার্বভৌমত্ব এবং স্থলসীমার নিরাপত্তা জড়িত সঙ্গে জড়িত এই ধরনের কোনও সিদ্ধান্ত একমাত্র জনগণের ভোটে নির্বাচিত কোনও সরকারই নিতে পারে৷

advertisement

আরও পড়ুন: বাংলাদেশেও আছে জোড়া ‘চিকেনস নেক’, শিলিগুড়ির দিকে হাত বাড়ালেই হামলা! হুঁশিয়ারি হিমন্তর

এই পরিস্থিতিতে ইউনূসের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছেন তাঁর সরকারের অংশ এবং এনসিপি নেতা নাহিদ ইসলামের মতো তাঁর কিছু অনুগামী৷ নাহিদ গতবছরের ছাত্র আন্দোলনেরও অন্যতম মুখ ছিলেন৷ অন্যদিকে বাংলাদেশের মুসলিম কট্টরপন্থীরাও এখন ক্ষমতায় টিকে থাকার জন্য ইউনূসের বড় ভরসা৷ ইউনূসের সমর্থনে আজই ঢাকায় মার্চ ফর ইউনূস নাম দিয়ে একটি মিছিলেরও ডাক দেওয়া হয়েছে৷

advertisement

রোহিঙ্গা করিডর নিয়ে মতপার্থক্যের জেরে এ সপ্তাহের শুরুতেই ইস্তফা দিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিব৷ ইউনূসের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ, তিনি বিদেশি শক্তিদের কথায় চলছেন৷ ফলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ইউনূস৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে ইউনূসকে নিয়ে এই টানাপোড়েনে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে খালেদা জিয়ার দল বিএনপি৷ তারা ইউনূসের পদত্যাগের দাবি না তুললেও আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিকে সমর্থন জানিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Muhammad Yunus Resignation: সত্যিই ইস্তফা দিতে চান? ধুরন্ধর ইউনূসের পরিকল্পনা আরও অনেক বড়, দাবি নোবেলজয়ীর সমালোচকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল