Himant Biswa Sarma Warns Bangladesh: বাংলাদেশেও আছে জোড়া 'চিকেনস নেক', শিলিগুড়ির দিকে হাত বাড়ালেই হামলা! হুঁশিয়ারি হিমন্তর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চট্টগ্রাম বাংলাদেশের সবথেকে বড় বন্দর শহর৷ বাংলাদেশের নব্বই শতাংশ রফতানি ব্যবসাই এই চট্টগ্রাম বন্দরের উপরে নির্ভরশীল৷
সাম্প্রতিক সময়ে বার বার উত্তর পূর্ব ভারত এবং শিলিগুড়ির চিকেনস নেক-এর কথা উঠে এসেছে বাংলাদেশের অন্তর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস সহ সেদেশের একাধিক রাজনীতিবিদ এবং প্রাক্তন সামরিক কর্তাদের মুখে৷ ভারত সরকারি ভাবে বাংলাদেশের এই উস্কানির জবাব না দিলেও এবার বাংলাদেশকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখলেন অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা৷
অসমের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদিও কোনও ভাবে বাংলাদেশ ভারতের চিকেনস নেক-এর দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখায়, তাহলে ভারতেরও পাল্টা বাংলাদেশের দুটি চিকেনস নেক দখল করে নিতে বেশি সময় লাগবে না৷
শিলিগুড়ির কাছে ২২ কিলোমিটার চওড়া চিকেনস নেক-এর মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি৷ উত্তর পূর্ব ভারতের এই অঞ্চলের ভৌগলিক অবস্থান যে খুব সুবিধাজনক নয়, বিদেশের মাটিতে সাম্প্রতিক সময়ে বার বার সেকথা মনে করিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷ এমন কি, চিন সফরে গিয়েও এই প্রসঙ্গ তোলেন তিনি৷
advertisement
advertisement
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বাংলাদেশের নেতৃত্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আমাদের একটি চিকেনস নেক রয়েছে৷ কিন্তু বাংলাদেশের দুটি চিকেনস নেক রয়েছে৷ বাংলাদেশ যদি আমাদের একটি চিকেনস নেক-কে আক্রমণ করে, তাহলে আমরা ওদের দুটি চিকেনস নেক-কে আক্রমণ করব৷ এর মধ্যে প্রথম চিকেনস নেক রয়েছে মেঘালয়ের একদম পাশে৷ যার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সঙ্গে গোটা বাংলাদেশের যোগাযোগ রক্ষা হয়৷ এই চিকেনস নেক ভারতের চিকেনস নেকের থেকেও সরু৷ আর ওই জায়গাটি অসম থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে৷’
advertisement
এর পাশাপাশি বাংলাদেশকে ভারতের সামরিক শক্তির কথাও মনে করিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা৷ কটাক্ষের সুরে তিনি বলেন, ভারতকে আক্রমণ করার আগে ‘বাংলাদেশকে চোদ্দ বার জন্মগ্রহণ করতে হবে৷’
চট্টগ্রাম বাংলাদেশের সবথেকে বড় বন্দর শহর৷ বাংলাদেশের নব্বই শতাংশ রফতানি ব্যবসাই এই চট্টগ্রাম বন্দরের উপরে নির্ভরশীল৷
The shortest distance between the “landlocked”Indian state of Tripura and the sea is 30km. Of course cuts across Bangladesh. It’s also narrowest distance from the larger mass of Bangladesh and its eastern division of Chittagong.
Nobody wants mess. But then, you don’t issue… https://t.co/oqZVgwdzMv pic.twitter.com/uGcmMuGs3T
— Yusuf Unjhawala 🇮🇳 (@YusufDFI) April 1, 2025
advertisement
স্থলপথে দক্ষিণ ত্রিপুরার সবরুম থেকে বাংলাদেশের মিরশরাই উপজেলার দূরত্ব ৩০ কিলোমিটার৷ এই মিরশরাই উপজেলার ভিতরে থাকা চিকেনস নেক-এর মাধ্যমেই বাংলাদেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত চট্টগ্রাম বন্দর৷
অন্যদিকে মেঘালয়ের দক্ষিণ পশ্চিম গারো পাহাড় এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী জায়গায় রয়েছে বাংলাদেশের রংপুর করিডর৷ এই করিডরটি প্রায় ৯০ কিলোমিটার বিস্তৃত৷ যার মাধ্যমে রংপুরের সঙ্গে বাংলাদেশের বাকি প্রশাসনিক এলাকাগুলি যুক্ত৷
advertisement
সম্প্রতি জানা গিয়েছে, বাংলাদেশের লালমণিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বায়ুসেনা ঘাঁটিকে নতুন করে চালু করার চেষ্টা করছে চিন৷ শিলিগুড়ি থেকে বাংলাদেশের এই লালমণিরহাটের দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার মতো৷ স্বভাবতই এই খবর ভারতের কাছে উদ্বেগের৷ কারণ, সত্যিই এই বায়ুসেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকলে সহজেই ভারতের উত্তর পূর্বাঞ্চল তো বটেই, ওই এলাকায় ভারতীয় সেনা এবং বায়ুসেনার যাবতীয় পরিকাঠামো এবং গতিবিধির উপরেও সহজে নজরদারি চালাতে পারবে চিন৷ ফলে, বাংলাদেশকে সমঝে দিতে অসমের মুখ্যমন্ত্রীর এই চিকেনস নেক নিয়ে সতর্কবার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 3:12 PM IST