TRENDING:

তৃতীয় বার বাবা হতে চলেছেন মার্ক জাকারবার্গ, সুখবর জানালেন সোশ্যাল মিডিয়ার জনক

Last Updated:

Mark Zuckerberg and his wife Priscilla Chan expecting third baby: ছবিতে দেখা যাচ্ছে মার্ক ও প্রিসিলা দু’জনেই আরামদায়ক হুডি পরে আছেন৷ স্ত্রীর বেবি বাম্প স্পর্শ করে ছিলেন জাকারবার্গ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুখবর দিলেন মার্ক জাকারবার্গ৷ সামাজিক মাধ্যমে ব্যক্তিগত পরিসরের সেই আনন্দ সংবাদ ৷ সোশ্যাল মিডিয়ার জনক জাকারবার্গ ফের বাবা হতে চলেছেন৷ তাঁর এবং স্ত্রী প্রিসিলা চ্যানের কোলে আসতে চলেছে তাঁদের তৃতীয় কন্যাসন্তান৷ (Mark Zuckerberg and his wife Priscilla Chan expecting third baby) বুধবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করেন জাকারবার্গ৷ সেখানে তাঁদের দেখা যাচ্ছে হাসিমুখে৷ তাঁরা জানান হৃদয়ে এবং ঘরে তাঁরা তৃতীয় সঙ্গীকে স্বাগত জানাতে চলেছেন৷ অনাগত সন্তান যে কন্যা, সেটাও জানিয়েছেন ধনকুবের দম্পতি৷ ছবিতে দেখা যাচ্ছে মার্ক ও প্রিসিলা দু’জনেই আরামদায়ক হুডি পরে আছেন৷ স্ত্রীর বেবি বাম্প স্পর্শ করে ছিলেন জাকারবার্গ৷
মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের আলাপ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে
মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের আলাপ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে
advertisement

মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের আলাপ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে৷ ২০০৩ সালে প্রেমের সূত্রপাত হলেও একসঙ্গে থাকতে শুরু করেন ২০১০ থেকে৷ সে বছরই ক্যালিফর্নিয়ার পালো অল্টোতে মার্ক জাকারবার্গের ভাড়াবাড়িতে থাকতে আসেন প্রিসিলা৷ তখন তিনি ডাক্তারির ছাত্রী৷ দু’ বছর লিভ ইন সম্পর্কের পর দু’জনে বিয়ে করেন ২০১২ সালে৷ সে বছরই প্রিসিলা ডাক্তারি শিক্ষা সম্পূর্ণ করেন৷

advertisement

২০১৫-এ জন্ম তাঁদের প্রথম সন্তানের ৷ বড় মেয়ের নাম তাঁরা রাখেন ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ৷ ৭ বছরের ম্যাক্সিমার চিনা নাম চেন মিঙ্গু৷ সে সময় সন্তানধারণে স্ত্রীর শারীরিক সমস্যার কথাও জানান জাকারবার্গ৷ বলেছিলেন প্রথম বার মাতৃত্বের আগে তিন বার মিসক্যারেজের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে প্রিসিলাকে৷

আরও পড়ুন : ২০-র পিছনে ১৫ টা শূন্য়! পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা জানলে হতভম্ব হয়ে যাবেন

advertisement

আরও পড়ুন : বাবা মুখ্য বিচারপতির গাড়িচালক, জুডিশিয়ারি পরীক্ষায় ৬৬ তম স্থান পেয়ে মেয়ের স্বপ্ন বিচারপতি হওয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জাকারবার্গ দম্পতির দ্বিতীয় কন্যার জন্ম ২০১৭ সালে৷ তার নাম রাখা হয় অগাস্ট৷ এ বার ম্যাক্স ও অগাস্টের খেলার সঙ্গী ছোট বোন আসতে চলেছে৷ এ ছাড়াও মার্ক ও প্রিসিলার সংসারে আছে পোষ্য কুকুর ‘বিস্ট’৷ তাকেও তারা সন্তানসমই মনে করেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
তৃতীয় বার বাবা হতে চলেছেন মার্ক জাকারবার্গ, সুখবর জানালেন সোশ্যাল মিডিয়ার জনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল