আরও পড়ুন: 'কী করে ট্যাংরায় আগুন লাগল?', দমকলমন্ত্রীর কাছে খোঁজ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি অভিযুক্ত ব্যক্তি ম্যাক্সিকোর কাছে সান ইসিরদো সীমান্ত পার করতে গিয়েছিলেন। মার্কিন সীমান্তরক্ষীদের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, একটি ট্রাক চালিয়ে সীমান্তে এসেছিলেন অভিযুক্ত। রাত ৩টে নাগাদ ঘটে এই ঘটনা। মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের রক্ষীরা সন্দেহ হওয়ায় সেই ট্রাকের তল্লাশি নেন। সেখানেই উদ্ধার হয় একাধিক জ্যান্ত সরীসৃপ (Viral News)।
advertisement
আরও পড়ুন: লাইফলাইনে 'ক্ষয়' রোগ! বিপদ এড়াতে নতুন চাকা পাচ্ছে কলকাতা মেট্রো
পুলিশ জানিয়েছে, ব্যক্তির পোশাকের ব্যাগের ভিতর, নিজের জ্যাকেটে, প্যান্টের পকেটে, অন্তর্বাসের ভিতরেও লুকিয়ে রেখেছিলেন জ্যান্ত শিংযুক্ত গিরগিটি ও সাপ। মোট ৫২ টি সরীসৃপ পাওয়া গিয়েছে অভিযুক্তের কাছ থেকে। তার মধ্যে ৪৩টি শিং-যুক্ত গিরগিটি ও ৯টি সাপ। এভাবে অন্য দেশ থেকে বেআইনি ভাবে এমন বিষাক্ত সরীসৃপ নিয়ে পাচার করতেই এসেছিল অভিযুক্ত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ৩০ বছরের ওই যুবককে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সমস্ত সরীসৃপকে।