TRENDING:

Khaleda Zia Passed Away: ৩৬- এ স্বামীকে হারান, প্রয়াত ৮০ বছরে! একাকিত্বের লম্বা অধ্যায় কাটিয়ে এবার জিয়াউর রহমানের পাশেই সমাধিস্থ হবেন খালেদা জিয়া

Last Updated:

Khaleda Zia Passed Away: বিয়ে হয়েছিল মাত্র ১৫ বছর বয়সে,তারপর জীবনের নানারকম ওঠাপড়া, এবার চিরনিদ্রায় কবরে পাবেন ঠাঁই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: মঙ্গলবার সকালে বাংলাদেশ থেকে আসে সেই সংবাদ- দীর্ঘ রোগভোগের পর, মঙ্গলবার সকালে প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে নেমে আসে শোকের ছায়া৷ বিএনপি চেয়ার পার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষযাত্রা বুধবার জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। তাঁকে তাঁর প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে কবরস্থ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
স্বামীর পাশেই কবর দেওয়া হবে খালেদা জিয়াকে
স্বামীর পাশেই কবর দেওয়া হবে খালেদা জিয়াকে
advertisement

মঙ্গলবার বর্তমান বাংলাদেশ প্রশাসনের মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে তিনি খালেদা জিয়ার শেষযাত্রা ও কবর দেওয়ার বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

advertisement

আরও পড়ুন – Khaleda and Hasina: ২৫ বছরের সেনা অফিসারের সঙ্গে বিয়ে ১৫-র খালেদা, ৩৬-এ বৈধব্য, বন্ধু হাসিনাই হলেন চরম শত্রু, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনের অচেনা দিক

মঙ্গলবার নিজের শোকবার্তায় মুহম্মদ ইউনূস বলেন, ‘‘বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’’

advertisement

তিনি আরও বলেন, ‘‘বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।’’ প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘‘বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বার বার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’’

advertisement

এদিকে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক বৈরিতায় থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোকবার্তা দিয়েছেন৷ নিজের শোকবার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘‘বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। খালেদা জিয়ার প্রয়াণ বাংলাদেশের রাজনীতির জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের জন্য এক বিরাট ক্ষতি। জাতির প্রতি তাঁর অবদান ভোলার নয়। আমি বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি৷’’

advertisement

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বাংলাদেশের জনগণের প্রতি খালেদা জিয়ার আজীবন ত্যাগ এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়নে অবদানের কথাও স্মরণ করেন।

আরও পড়ুন – Khaleda Zia Death Reason: দীর্ঘদিন নানা রকম ব্যধি শরীরে বাসা বেঁধেছিল, কোন কারণে মৃত্যু হল খালেদা জিয়ার

বেশ কিছুদিন যাবৎ অবস্থার অবনতি হচ্ছিল প্রবীণ নেত্রীর। লড়াই করছিলেন চিকিৎসকরা। তবে শেষরক্ষা হল না। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে পদ্মাপারের প্রাক্তন প্রধানমন্ত্রীর।

অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। রাজধানী ঢাকার হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে হাসপাতালেই মৃত্য়ু হয় তাঁর। সংবাদ সংস্থা, প্রথম আলো সূত্রে খবর, বিএনপির চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ৬টার দিকে তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’

বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষার পর ফুসফুসে সংক্রমণ এবং নিউমোনিয়া ধরা পড়ে। সূত্রের খবর, বয়সজনিত কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছিল। কারণ, তাঁর শরীরে আগে থেকেই একাধিক সমস্যা ছিল।

সোমবারই খালেদার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যেরা জানিয়েছিলেন, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। নিয়মিত ডায়ালিসিসও চলছিল। সোমবার রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা-পুত্র তারেক। তার আগে বিএনপি দফতরের সামনে থেকে খালেদার আরোগ্যকামনায় প্রার্থনা করার অনুরোধ করেছিলেন তিনি।

সেরা ভিডিও

আরও দেখুন
বছর শেষে শিকড়ের টান,শিল্প-সংস্কৃতির মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে টাকির পুবের বাড়ি!দেখুন নতুন রূপ
আরও দেখুন

শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন হাসিনা, তেমনই খালেদার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে। স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা। হাল ধরেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)-র। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসাবে প্রধানমন্ত্রী হন খালেদা।দু’দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা। প্রথম বার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত। দ্বিতীয় এবং শেষ বার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Khaleda Zia Passed Away: ৩৬- এ স্বামীকে হারান, প্রয়াত ৮০ বছরে! একাকিত্বের লম্বা অধ্যায় কাটিয়ে এবার জিয়াউর রহমানের পাশেই সমাধিস্থ হবেন খালেদা জিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল