শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। কাবুলের পশ্চিম দিকে 'কাজ এডুকেশন সেন্টার হঠাৎই কেঁপে ওঠে তীব্র শব্দে। সেখানে তখন পরীক্ষা চলছিল। বিস্ফোরণের দায় এখনও কোনও জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম কাবুলের দাশত-ই-বারচি এলাকায় বিস্ফোরণটি হয়েছে। সেখান মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের বাস। সংখ্যালঘু হাজরা সম্প্রদায় সেখানে বাস করেন বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: পুজোয় বড় চমক শুভেন্দু অধিকারীর! প্ল্যান জানিয়ে দিলেন News 18 বাংলা-কে
পুলিশের দাবি, শিক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় শিক্ষা প্রতিষ্ঠানটিতে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তালিবান সরকারের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পড়ুয়াদের উপর হামলার নিন্দা করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের রক্তেপাতের ছবি ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি আমার নাম অভিষেক না'
তালিবান ক্ষমতায় আসার পর আইএস জঙ্গিরা তাদের হামলা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি কাবুলের নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোনে হামলা করে জঙ্গিরা। মূলত রাশিয়া দূতাবাসকে লক্ষ্য করে এই হামলা করা হয়। ঘটনায় রুশ দূতাবাসের দুই কূটনীতিক সহ মোট চারজন নিহত হয়েছিলেন। আর আগে একটি মাজারে প্রার্থণার সময় হামলা করেছিল জঙ্গিরা। আইএসের ওই আত্মঘাতী হামলায় তালিবান সরকার তীব্র নিন্দা করেছিলেন।