ইসমাইল হানিয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিচ্ছিলেন হানিয়ে। ইরান আরও জানিয়েছে, হানিয়ের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। যদিও এই নিয়ে হামাসের তরফে দেওয়া একটি বিবৃতিতে দাবি করা হয়েছে ‘ইজরায়েলি হানায়’ প্রাণ গিয়েছে ইসমাইল হানিয়ের।
আরও পড়ুন: অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনুর! সরবজোতের সঙ্গে এয়ার পিস্তলে এল পুরস্কার
advertisement
ইরানের সশস্ত্র নিরাপত্তা বাহিনী ইসলামিক রেভোলিশনারি গার্ড কর্পসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের আবাসস্থলে হামলা চালানো হয়েছে, এই হামলায় হানিয়ে এবং তাঁর এক দেহরক্ষী শহিদ হয়েছেন”।
আরও পড়ুন: পাহাড়ের রাস্তায় বারবার ধস নামছে কেন? জানা গেল আসল কারণ
প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল এবং হামাস। গাজার স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত ৩৯ হাজার ৩৬৩ জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৯০ হাজারের বেশি। এই যুদ্ধ নিয়ে গত ১০ মাস ধরে সরগরম আন্তর্জাতিক রাজনীতি। এবার হামাসের প্রধানের খুন হওয়ার ঘটনায় এই সংঘাত নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।
