Jalpaiguri News: পাহাড়ের রাস্তায় বারবার ধস নামছে কেন? জানা গেল আসল কারণ

Last Updated:

Landslide: লাগাতার বৃষ্টির জেরে ভূমি ধসে জেরবার উত্তরের পাহাড়! কারণ জানালেন বিশেষজ্ঞেরা। এই পাহাড়ের বয়স কম, সর্বক্ষণ জলে ভিজে থাকাতেই বাড়ছে বাড়ছে সমস্যা, তাই বাড়ছে ভূমিধস।

+
পাহাড়

পাহাড় ভিজে থাকার কারণে ধস নামছে

জলপাইগুড়ি: লাগাতার বৃষ্টির জেরে ভূমি ধসে জেরবার উত্তরের পাহাড়! কারণ জানালেন বিশেষজ্ঞেরা। এই পাহাড়ের বয়স কম, সর্বক্ষণ জলে ভিজে থাকাতেই বাড়ছে বাড়ছে সমস্যা, তাই বাড়ছে ভূমিধস।
আগে টানা বৃষ্টি হলেও পাহাড়ে এত পরিমাণ ধসের খবর সংবাদের শিরোনামে আসেনি। কিন্তু বর্তমানে পাহাড়ের রাস্তায় ভূমি ধস এতটাই বেড়ে গিয়েছে যে পাহাড়ে বসবাসকারীদের বর্ষায় নাজেহাল দশা। এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই পাহাড়ের কম বয়স।মূলত, হিমালয় একটি ভঙ্গিল পর্বত। যার প্রতিটি ভাঁজে আজও বিরাজমান তারুণ্য।
advertisement
advertisement
পাহাড়ের বরফগলা জলকে অনেক উঁচুতে আটকে রেখে বিদুৎ তৈরি হচ্ছে বিভিন্ন স্থানে। আর এই কারণেই প্রায় সারা বছর জলে ভিজে থেকে আলগা হচ্ছে তরুণ ভঙ্গিল পর্বত হিমালয়।
এই বিষয়ে ভূবিশেষজ্ঞদের অভিমত, তিস্তার মতো পাহাড়ি নদীর জল বিদুৎ তৈরীর জন্য অনেক বেশী উচ্চতায় জল ধরে রাখতে হচ্ছে, যে কারণে ক্যাপেটারি অ্যাকশনে তরুণ ভাঁজ পর্বত জলে ভিজে নরম হয়ে থাকছে সাড়া বছর। অতি বৃষ্টিতে সেই নরম পাহাড় ভেঙ্গে বিপত্তি ঘটাচ্ছে নিত্যদিন।
advertisement
সেই সঙ্গে রয়েছে অবৈজ্ঞানিক ভাবে বৃক্ষ নিধন। প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে জীববৈচিত্রের আমূল পরিবর্তন.. সব মিলিয়ে এখনও গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে অনেক নরম পাহাড়, তাই একটু বৃষ্টি হলেই ধসে পড়ছে বারংবার। বিশেষজ্ঞদের কথায়, প্রকৃত অর্থে নমনীয় শীলার পাহাড়ের রূপ পেতে হিমালয়কে আরও ৫০০ বছর সময় দিতে হবে আমাদের। তবেই হয়তো এই সমস্যার খানিক হলেও সমাধান হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: পাহাড়ের রাস্তায় বারবার ধস নামছে কেন? জানা গেল আসল কারণ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement