TRENDING:

Khamenei After Iran: ‘ইরান এমন দেশ নয়, যারা আত্মসমর্পণ করে...’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েও খামেনেইর প্রতিক্রিয়া

Last Updated:

Khamenei After Iran: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই মঙ্গলবার বলেছেন যে ‘‘ইরান এমন দেশ নয়, যারা আত্মসমর্পণ করে ৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানাল ইজরায়েল। ভারতীয় সময় অনুসারে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনটি পোস্ট করেছেন ট্রাম্প। সর্বশেষ পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তার পরেই ইজরায়েলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে, ইজরায়েল তাঁর প্রস্তাব মেনে পারস্পরিক সংঘর্ষবিরতিতে সম্মত হচ্ছে।”
‘ইরান এমন দেশ নয়, যারা আত্মসমর্পণ করে...’ (Photo: AFP)
‘ইরান এমন দেশ নয়, যারা আত্মসমর্পণ করে...’ (Photo: AFP)
advertisement

আরও পড়ুন– ইরান ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিলে ভারত কি সমস্যায় পড়বে? তার আগে জেনে নিন হরমুজ প্রণালী কী এবং এর তাৎপর্যই বা কী? 

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই মঙ্গলবার বলেছেন যে ‘‘ইরান এমন দেশ নয়, যে আত্মসমর্পণ করে ৷’’ তেহরান এবং তেল আভিভ উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাঁর বিবৃতি আসে কয়েক ঘণ্টা পরে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে ইরান-ইজরায়েল দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, উভয় পক্ষকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে জানানো হয়েছে। ইরানের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, ‘‘আমরা কারোর ক্ষতি করিনি। এবং আমরা কোনও অবস্থাতেই কারোর কাছ থেকে কোনও হয়রানি মেনে নেব না। এবং আমরা কারোর হয়রানির কাছে আত্মসমর্পণও করব না ৷’’

advertisement

অন্যদিকে ইজরায়েলের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার রাতে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল গুপ্তচর সংস্থা ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মোসাদের প্রধান। ওই বৈঠকে নেতানিয়াহু জানান, ইরানের বিরুদ্ধে অভিযানে ‘সব লক্ষ্য’ পূরণ করতে পেরেছে ইজরায়েল।

আরও পড়ুন– মাসাই যুবকের প্রতি গভীর প্রেমের টানে ত্যাগ করেছিলেন স্বামী-সংসার, তিরিশ বছর পরেও নিজের সিদ্ধান্তের জন্য হাত কামড়াচ্ছেন ব্রিটিশ মহিলা

advertisement

গোট বিশ্ব গত কয়েকদিন দেখেছে ইজরায়েল-ইরান সাংঘাতিক সংঘর্ষ। ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। হামলা চালিয়েছে ইজরায়েল। পালটা ইরান আক্রমণ করছে। ইজরায়েলের তেল আভিভে বেজে উঠছে সাইরেন। মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ। প্রাণ বাঁচাতে বাঙ্কারে ঢুকতে হয়েছে বাসিন্দাদের।মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ। মুখোমুখি ইজরায়েল-ইরান। রবিবার সরাসরি এই যুদ্ধে ঢোকে আমেরিকা। টার্গেট করে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র । এরপর ইজরায়েলও মিসাইল ছোড়ে। পালটা বসে থাকেনি ইরানও। তারাও ইজরায়েলে হামলা চালাচ্ছে। কখনও ইজরায়েল বনাম প্যালেস্তাইন। এখন ইজরায়েল বনাম ইরান। মাধেমধ্যেই সাইরেন বেজে ওঠে। বুক কেঁপে ওঠে। প্রাণে বাঁচাতে বাঙ্কারে ঢুকে পড়েন ইজরায়েলের বাসিন্দারা। তেল আভিভের একটি বাঙ্কারে ভারতীয়দের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ভারতীয় দূতাবাস এই ব্যবস্থা করে। এখান থেকে ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Khamenei After Iran: ‘ইরান এমন দেশ নয়, যারা আত্মসমর্পণ করে...’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েও খামেনেইর প্রতিক্রিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল