সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, এত পরিমাণ অস্ত্র মজুদ থাকা সত্ত্বেও ‘‘কেবল আমেরিকা একমাত্র দেশ হতে পারে না যারা কোনও পরীক্ষা করবে না৷’’
অন্যদিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মাত্র ঘণ্টাখানেক আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে আমেরিকার সেনাবাহিনীকে ‘দ্রুত’ পারমাণবিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প৷
আরও পড়ুন: প্রস্রাবে তৈরি হচ্ছে ফেনা! শরীরের অন্দরে বাসা বাঁধছে কোন মারাত্মক রোগ? লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান
advertisement
সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, ‘‘আমাদের অন্য যেকোনও দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। এবং আমি মনে করি আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্পর্কে কিছু করা উচিত। আমি প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট শি-র সঙ্গে এ বিষয়ে নিয়ে আলোচনা করেছি। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়ার অনেক পারমাণবিক অস্ত্র রয়েছে, এবং চীনের অনেক থাকবে৷’’ এই তালিকায় পাকিস্তানের কথাও উল্লেখ্য করেছেন ট্রাম্প৷ পাকিস্তানও নাকি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে৷
তিনি আরও বলেন, ‘‘আপনি জানেন, আপনাকে করতে হবে—এবং আমি পরীক্ষা বলছি কারণ রাশিয়া ঘোষণা করেছে যে তারা একটি পরীক্ষা করতে যাচ্ছে। উত্তর কোরিয়া ক্রমাগত পরীক্ষা করছে। অন্যান্য দেশ পরীক্ষা করছে। আমরা একমাত্র দেশ যে পরীক্ষা করে না, এবং আমি একমাত্র দেশ হতে চাই না যে পরীক্ষা করে না,”৷ প্রেসিডেন্ট আরও বলেছেন যে যুক্তরাষ্ট্র একটি “উন্মুক্ত সমাজ” যা এই ধরনের বিষয়গুলি স্বচ্ছভাবে আলোচনা করে।
তিনি আরও বলেন, ‘‘আমরা আলাদা। আমরা এগুলি নিয়ো খোলাখুলি কথা বলি৷ আমাদের এটি সম্পর্কে কথা বলতে হবে, নতুবা আপনারা রিপোর্ট করবেন, এ নিয়ে লিখবেন৷ ওদের এগুলো নিয়ে কেউ লিখবে না৷’’
