TRENDING:

Osama Bin Laden son alive: সবাই জানতেন তিনি মৃত, ফিরে এলেন লাদেন পুত্র! বাবার মৃত্যুর বদলা নিতে বিরাট ছক?

Last Updated:

শুধু তাই নয়, আফগানিস্তানের তালিবান নেতারাও হামজা বিন লাদেনের গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সবাই ভেবেছিলেন ২০১৯ সালে আমেরিকার বিমান হানায় তাঁর মৃত্যু হয়েছে৷ কিন্তু এতদিন পর জানা গেল, ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেন দিব্যি বেঁচে আছেন৷ শুধু তাই নয়, আল কায়দাকে নেতৃত্বও দিচ্ছেন তিনি৷
লাদেন পুত্র হামজা বিন লাদেন৷ ছবি-এপি
লাদেন পুত্র হামজা বিন লাদেন৷ ছবি-এপি
advertisement

গোয়েন্দা রিপোর্টকে উদ্ধৃত করে এমনই দাবি করেছে দ্য মিরর৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আল কায়দার পুনরুত্থানের পিছনে সক্রিয় ভূমিকা নিয়েছেন হামজা বিন লাদেন৷

আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য

শুধু তাই নয়, আফগানিস্তানের তালিবান নেতারাও হামজা বিন লাদেনের গতিবিধি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহল রয়েছেন৷ এমন কি, হামজা এবং তাঁর পরিবারকেও নিরাপত্তা দিচ্ছে তালিবান নেতৃত্ব৷

advertisement

হামজা বিন লাদেন ওসামা বিন লাদেনের তৃতীয় স্ত্রীর ১৫ নম্বর সন্তান৷ সবমিলিয়ে লাদেনের ২০ জন সন্তানের কথা জানা গিয়েছে৷

গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, তালিবান নেতারা নিয়মিত হামজা বিন লাদেনের সঙ্গে বৈঠক করছেন৷ যা পশ্চিমী দুনিয়ার দেশগুলির সরকারের পক্ষে উদ্বেগজনক বলেও রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে৷ ইরাক যুদ্ধের পর আল কায়দার ফের একবার আল কায়দার উত্থানে হামজা বিন লাদেনই বর্তমানে প্রধান ভূমিকা নিয়েছেন বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রিপোর্টে দাবি করা হয়েছে, এই মুহূর্তে কাবুল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে জালালাবাদে রয়েছেন হামজা বিন লাদেন৷ জালালাবাদ এমনিতেই সন্ত্রাসবাদীদের ঘাঁটি হিসেবে পরিচিত৷ সবথেকে বড় কথা, ৩৪ বছর বয়সি হামজা বিন লাদেন ফের পশ্চিমী দুনিয়ায় নতুন করে আক্রমণের ছক কষছেন বলেও ওই গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Osama Bin Laden son alive: সবাই জানতেন তিনি মৃত, ফিরে এলেন লাদেন পুত্র! বাবার মৃত্যুর বদলা নিতে বিরাট ছক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল