Dog chases ambulance: অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সটি৷ অ্যাম্বুল্যান্সের পিছনে যে কুকুরটি ছুটতে ছুটতে আসছে, তা বুঝতে পারেন অ্যাম্বুল্যান্স চালক৷
কলকাতা: কুকুরের প্রভুভক্তি অসংখ্য নির্দশন রয়েছে গোটা বিশ্বে৷ সারমেয়রা বার বার প্রমাণ করেছে, কেন তারা মানুষের সবথেকে বড় বন্ধু৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক একটি ভিডিও-তে আরও একবার সেকথাই প্রমাণিত হল৷
তারা বুল নামে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুল্যান্সের পিছনে ছুটছে একটি কুকুর৷ আসলে ওই অ্যাম্বুল্যান্সে করেই কুকুরটি অসুস্থ মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল৷ অ্যাম্বুল্যান্সের পিছনে থাকা এক ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেন৷ তবে ২৭ সেকেন্ডের ভিডিওটির শেষটুকু আরও চমকে দেওয়ার মতো৷
advertisement
advertisement
দেখা যায়, চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সটি৷ অ্যাম্বুল্যান্সের পিছনে যে কুকুরটি ছুটতে ছুটতে আসছে, তা বুঝতে পারেন অ্যাম্বুল্যান্স চালক৷ গাড়ি থামিয়ে নেমে এসে পিছনের দরজা খুলে কুকুরটিকে অ্যাম্বুল্যান্সে তুলে নেন তিনি৷
A dog was running after the ambulance that was carrying their owner. When the EMS realized it, he was let in. ❤️ pic.twitter.com/Tn2pniK6GW
— TaraBull (@TaraBull808) September 12, 2024
advertisement
মাত্র ২৭ সেকেন্ডের এই ভিডিও লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে৷ প্রায় ৩০ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির৷ ঘটনাটি কোন দেশের, বা ঠিক কতদিন আগের, তা এখনও জানা যায়নি৷ তবে ভিডিও দেখে এক্স ব্যবহারকারী একজন লিখেছেন, কুকুরা সত্যিই মানুষের জন্য নয়৷
আবার একজন নিজের অভিজ্ঞতা থেকে লিখেছেন, আমার বোনের মৃত্যুর পরে তাঁর পোষা জার্মান শেফার্ড কুকুরটিও একই ভাবে অ্যাম্বুল্যান্সের পিছনে ছুটেছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 4:41 PM IST