Dog chases ambulance: অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য

Last Updated:

চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সটি৷ অ্যাম্বুল্যান্সের পিছনে যে কুকুরটি ছুটতে ছুটতে আসছে, তা বুঝতে পারেন অ্যাম্বুল্যান্স চালক৷

অ্যাম্বুল্যাান্সের পিছনে ছুটছে পোষা সারমেয়৷
অ্যাম্বুল্যাান্সের পিছনে ছুটছে পোষা সারমেয়৷
কলকাতা: কুকুরের প্রভুভক্তি অসংখ্য নির্দশন রয়েছে গোটা বিশ্বে৷ সারমেয়রা বার বার প্রমাণ করেছে, কেন তারা মানুষের সবথেকে বড় বন্ধু৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক একটি ভিডিও-তে আরও একবার সেকথাই প্রমাণিত হল৷
তারা বুল নামে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুল্যান্সের পিছনে ছুটছে একটি কুকুর৷ আসলে ওই অ্যাম্বুল্যান্সে করেই কুকুরটি অসুস্থ মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল৷ অ্যাম্বুল্যান্সের পিছনে থাকা এক ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেন৷ তবে ২৭ সেকেন্ডের ভিডিওটির শেষটুকু আরও চমকে দেওয়ার মতো৷
advertisement
advertisement
দেখা যায়, চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সটি৷ অ্যাম্বুল্যান্সের পিছনে যে কুকুরটি ছুটতে ছুটতে আসছে, তা বুঝতে পারেন অ্যাম্বুল্যান্স চালক৷ গাড়ি থামিয়ে নেমে এসে পিছনের দরজা খুলে কুকুরটিকে অ্যাম্বুল্যান্সে তুলে নেন তিনি৷
advertisement
মাত্র ২৭ সেকেন্ডের এই ভিডিও লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে৷ প্রায় ৩০ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির৷ ঘটনাটি কোন দেশের, বা ঠিক কতদিন আগের, তা এখনও জানা যায়নি৷ তবে ভিডিও দেখে এক্স ব্যবহারকারী একজন লিখেছেন, কুকুরা সত্যিই মানুষের জন্য নয়৷
আবার একজন নিজের অভিজ্ঞতা থেকে লিখেছেন, আমার বোনের মৃত্যুর পরে তাঁর পোষা জার্মান শেফার্ড কুকুরটিও একই ভাবে অ্যাম্বুল্যান্সের পিছনে ছুটেছিল৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dog chases ambulance: অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement