Dog chases ambulance: অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য

Last Updated:

চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সটি৷ অ্যাম্বুল্যান্সের পিছনে যে কুকুরটি ছুটতে ছুটতে আসছে, তা বুঝতে পারেন অ্যাম্বুল্যান্স চালক৷

অ্যাম্বুল্যাান্সের পিছনে ছুটছে পোষা সারমেয়৷
অ্যাম্বুল্যাান্সের পিছনে ছুটছে পোষা সারমেয়৷
কলকাতা: কুকুরের প্রভুভক্তি অসংখ্য নির্দশন রয়েছে গোটা বিশ্বে৷ সারমেয়রা বার বার প্রমাণ করেছে, কেন তারা মানুষের সবথেকে বড় বন্ধু৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সাম্প্রতিক একটি ভিডিও-তে আরও একবার সেকথাই প্রমাণিত হল৷
তারা বুল নামে এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি অ্যাম্বুল্যান্সের পিছনে ছুটছে একটি কুকুর৷ আসলে ওই অ্যাম্বুল্যান্সে করেই কুকুরটি অসুস্থ মালিককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল৷ অ্যাম্বুল্যান্সের পিছনে থাকা এক ব্যক্তি ভিডিওটি রেকর্ড করেন৷ তবে ২৭ সেকেন্ডের ভিডিওটির শেষটুকু আরও চমকে দেওয়ার মতো৷
advertisement
advertisement
দেখা যায়, চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সটি৷ অ্যাম্বুল্যান্সের পিছনে যে কুকুরটি ছুটতে ছুটতে আসছে, তা বুঝতে পারেন অ্যাম্বুল্যান্স চালক৷ গাড়ি থামিয়ে নেমে এসে পিছনের দরজা খুলে কুকুরটিকে অ্যাম্বুল্যান্সে তুলে নেন তিনি৷
advertisement
মাত্র ২৭ সেকেন্ডের এই ভিডিও লক্ষ লক্ষ মানুষের মন ছুঁয়ে গিয়েছে৷ প্রায় ৩০ লক্ষ ভিউ হয়েছে ভিডিওটির৷ ঘটনাটি কোন দেশের, বা ঠিক কতদিন আগের, তা এখনও জানা যায়নি৷ তবে ভিডিও দেখে এক্স ব্যবহারকারী একজন লিখেছেন, কুকুরা সত্যিই মানুষের জন্য নয়৷
আবার একজন নিজের অভিজ্ঞতা থেকে লিখেছেন, আমার বোনের মৃত্যুর পরে তাঁর পোষা জার্মান শেফার্ড কুকুরটিও একই ভাবে অ্যাম্বুল্যান্সের পিছনে ছুটেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dog chases ambulance: অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement