Typhoon Yagi in Vietnam: টাইফুনে নদীতে ভেঙে পড়ল সেতু, তলিয়ে যাচ্ছে যানবাহন! ভিয়েতনামে বিপর্যয়, দেখুন ভিডিও

Last Updated:

গত কয়েক দশকে এটিই ভিয়েতনামের উপরে আছড়ে পড়া সবথেকে শক্তিশালী টাইফুন৷ ইতিমধ্যেই এই ভয়াল ঝড়ের দাপটে ভিয়েতনামে ৬৪ জনের মৃত্যু হয়েছে৷

নদীতে ভেঙে পড়ছে সেতু! ছবি- এক্স
নদীতে ভেঙে পড়ছে সেতু! ছবি- এক্স
হ্যানয়: ভিয়েতনামে টাইফুনের ভয়াবহ তাণ্ডবে নদীতে ভেঙে পড়ল আস্ত সেতু৷ কিছু বুঝে ওঠার আগেই সেতু থেকে নদীতে গিয়ে পড়ল চলন্ত যানবাহন৷ ভয়ঙ্কর সেই দৃশ্য ক্যামেরাবন্দিও হয়েছে৷
সোমবার সকালে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে ভিয়েতনামের উত্তর প্রান্তের ফু প্রদেশে৷ সোমবার সকালে ওই অঞ্চলে আছড়ে পড়ে ঘূর্নিঝড় ইয়াগি৷ যার জেরে স্থানীয় রেড নদীতে ভেঙে পড়ে ৩৭৫ মিটার দীর্ঘ ফোং চাউ সেতু৷ যার ফলে সেই সময় সেতুর উপরে থাকা গাড়ি, মোটরসাইকেল সহ অন্তত দশটি যানবাহন সোজা নদীতে গিয়ে পড়ে৷ সেতুর ভেঙে পড়ার মুহূর্তের একটি ছবি একটি গাড়িতে থাকা ক্যামেরায় ধরা পড়ে৷ সৌভাগ্যবশত, গাড়িটি সেই সময় সেতুতে ওঠার ঠিক মুখে ছিল৷ ফলে কয়েক সেকেন্ডের জন্য বিপর্যয় এড়ান গাড়িটির আরোহীরা৷
advertisement
advertisement
advertisement
এই ঘটনায় অন্তত ১৩ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ পাশাপাশি, ওই এলাকায় ফের যোগাযোগ ব্যবস্থা শুরু করতে নতুন একটি বিকল্প অস্থায়ী সেতুর নির্মাণকাজও শুরু হয়েছে৷
গত কয়েক দশকে এটিই ভিয়েতনামের উপরে আছড়ে পড়া সবথেকে শক্তিশালী টাইফুন৷ ইতিমধ্যেই এই ভয়াল ঝড়ের দাপটে ভিয়েতনামে ৬৪ জনের মৃত্যু হয়েছে৷ ২০ জন যাত্রীকে নিয়ে ধসের কবলে পড়ে কাদা জলের স্রোতে ভেসে গিয়েছে একটি বাস৷ প্রবল বৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় সব দুর্গত এলাকায় পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরাও৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাকেও৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Typhoon Yagi in Vietnam: টাইফুনে নদীতে ভেঙে পড়ল সেতু, তলিয়ে যাচ্ছে যানবাহন! ভিয়েতনামে বিপর্যয়, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement