সদ্য আবিষ্কৃত গ্রহকে বিজ্ঞানীরা বলছেন এক্সোপ্ল্যানেট৷ অর্থাৎ সৌরজগতের বাইরে কোনও প্রকাণ্ড তারাকে নিজের কক্ষপথে প্রদক্ষিণ করে চলে এই গ্রহ৷ তার ভর পরিমাপ করা হয়েছে রাজস্থানের শৈলশহর মাউন্ট আবুর গুরুশিখর মানমন্দির থেকে৷ বিজ্ঞানীদের মতে, এই গ্রহের ভর ১৪ গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার৷ দেশজ পদ্ধতিতে নির্মিত পিআরএল অ্যাডভান্সড রেডিয়াল ভেলোসিটি আবু স্কাই সার্চ স্পেক্টোগ্রাফ-এর মাধ্যমে এই গ্রহের ভর পরিমাপ করা হয়েছে৷
advertisement
নতুন আবিষ্কৃত গ্রহের নামকরণ করা হয়েছে TOI-4603b বা HD 245134b৷ আমাদের পৃথিবী থেকে ৭৩১ আলোকবর্ষ দূরে থাকা এই গ্রহ প্রদক্ষিণ করে সুবিশাল মাপের একটি নক্ষত্রকে৷ এক বার প্রদক্ষিণ করতে সময় লাগে ৭.২৪ দিন৷
TOI-4603b গ্রহের বাইরের তাপমাত্রাই প্রায় ১৩৯৬ ডিগ্রি সেলসিয়াস৷ তার থেকে সহজেই অনুমেয় কতটা উত্তপ্ত এই সদ্য আবিষ্কৃত গ্রহ৷ এখনও পর্যন্ত সৌরজগতের বাইরে ৫ হাজারেরও বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কার করা হয়েছে৷ বৈশিষ্ট্যের দিক থেকে যেগুলি একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা৷ এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞান নিয়ে নতুন গবেষণার দিগন্ত উদ্ভাসিত করবে বলে ধারণা বিজ্ঞানীদের৷