Optical Illusion: মাত্র ১১ সেকেন্ডে ‘B’-এর মধ্যে থেকে ‘H’ খুঁজে বার করতে গিয়ে কালঘাম ছুটছে নেটিজেনদের! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি!

Last Updated:

এক অক্ষর সংক্রান্ত ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা সমাধান করতে গিয়ে রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন নেটিজেনরা।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
সম্প্রতি এমনই এক অক্ষর সংক্রান্ত ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা সমাধান করতে গিয়ে রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন নেটিজেনরা। দেখে নেওয়া যাক, ভাইরাল হওয়া ছবিটিতে কী দেখা যাচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে হলুদ রঙের একটা ব্যাকগ্রাউন্ড। তার উপর সারি সারি কালো কালিতে লেখা ‘B’ অক্ষর। মোট ৮টি সারি এবং ২৬টি কলামে পর পর সাজানো রয়েছে ওই ইংরাজি অক্ষর। কিন্তু এই এত সংখ্যক ‘B’ অক্ষরের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি ‘H’ অক্ষর। সেটাকে খুঁজে বার করাটাই চ্যালেঞ্জ! তা-ও আবার মাত্র ১১ সেকেন্ডের মধ্যে! ফলে বোঝাই যাচ্ছে, চ্যালেঞ্জটা একেবারেই সহজ নয়।
advertisement
আরও পড়ুন :  055 কখন হয়ে যাবে 056, ধরতেও পারবেন না! তবে ৮ সেকেন্ডের মধ্যে ধরতে পারলে আপনিই সেরা
কেউ কেউ নির্দিষ্ট সময়ের মধ্যেই খুঁজে বার করতে পেরেছেন লুকিয়ে থাকা ‘H’-অক্ষরটিকে। আর নির্দিষ্ট সময়ের মধ্যেই যাঁরা ওই অক্ষরটি খুঁজে পেয়েছেন, তাঁদের বুদ্ধি আর আইকিউ অসম্ভব ভাল। অনেকেই আবার অল্প বেশি সময় নিয়েই খুঁজে বার করে ফেলেছেন গোপন অক্ষরটিকে। তাঁদের বুদ্ধিও তারিফযোগ্যই বটে! তবে যাঁরা এখনও খুঁজে পাননি, তাঁদের জন্য এবার তাহলে সঠিক উত্তরটি বলেই দেওয়া যাক। পঞ্চম সারির ২৩ নম্বর কলামেই লুকিয়ে রয়েছে ‘H’ অক্ষরটি।
advertisement
যত বেশি পরিমাণে এই অপটিক্যাল ইলিউশন ধাঁধা সমাধান করা হবে, তত বাড়তে থাকবে দক্ষতা। এমনকী সেই সঙ্গে বাড়বে দেখার ক্ষমতা ও আইকিউ-ও।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: মাত্র ১১ সেকেন্ডে ‘B’-এর মধ্যে থেকে ‘H’ খুঁজে বার করতে গিয়ে কালঘাম ছুটছে নেটিজেনদের! চ্যালেঞ্জটা নিয়ে দেখবেন না কি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement