Optical Illusion: 055 কখন হয়ে যাবে 056, ধরতেও পারবেন না! তবে ৮ সেকেন্ডের মধ্যে ধরতে পারলে আপনিই সেরা

Last Updated:

Optical Illusion: ছবিতে দেখা যাচ্ছে একটা সাদা ব্যাকগ্রাউন্ড। কালো কালিতে সেখানে সারিবদ্ধভাবে লেখা রয়েছে 055 সংখ্যাটা। এই সংখ্যাটাই যে কখন এক জায়গায় এসে 056 হয়ে যায়, তা বুঝে ওঠা অনেকের পক্ষেই মুশকিল।

খুঁজে দেখুন
খুঁজে দেখুন
অপটিক্যাল ইলিউশন যে হালে নেটদুনিয়ায় খুবই জনপ্রিয়, তা আর আলাদা করে না বললেও চলে। অনেকেই দিনের মধ্যে যখনই সুযোগ পান, অপটিক্যাল ইলিউশনের সাহায্যে একবার শান দিয়ে নিতে চান নিজের নিজের মগজাস্ত্রে। বুদ্ধি, পর্যবেক্ষণ ক্ষমতা, একাগ্রতা- এই সব কিছুই বাড়ানোর কাজে আসে আমাদের ক্ষেত্রে এই সব অপটিক্যাল ইলিউশন।
তবে এই জনপ্রিয়তার জোয়ার ব্যাপারটা আবার কখনও কখনও একঘেয়েও হয়ে যায়। এই যেমন, হালে চলছে অক্ষর বা সংখ্যার মধ্যে লুকিয়ে থাকা অন্য একটা অক্ষর বা শব্দ খুঁজে বের করার খেলা। ইতিপূর্বে যেমন প্রকাশ্যে এসেছিল LET আর JET-এর দ্বন্দ্ব। হলুদ এক ব্যাকগ্রাউন্ডে কালো কালিতে লেখা অজস্র LET, তার মধ্যে থেকে খুঁজে বের করতে বলা হয়েছিল JET-কে। এবার একই আদলে যে অপটিক্যাল ইলিউশন হাজির হল দর্শকের দরবারে তাতে তফাত বলতে অক্ষরের বদলে সংখ্যার মায়াজাল বিছানো।
advertisement
advertisement
ছবিতে দেখা যাচ্ছে একটা সাদা ব্যাকগ্রাউন্ড। কালো কালিতে সেখানে সারিবদ্ধভাবে লেখা রয়েছে 055 সংখ্যাটা। এই সংখ্যাটাই যে কখন এক জায়গায় এসে 056 হয়ে যায়, তা বুঝে ওঠা অনেকের পক্ষেই মুশকিল। তাও আবার মাত্র ৮ সেকেন্ডের মধ্যে।
advertisement
যদিও কাজটা অসম্ভব কিছু নয়। বাঁ-দিক থেকে প্রথমে ওপর থেকে নীচে নামা যাক, থামতে হবে  স্তম্ভের একদম নীচে।এ বার সেখান থেকে ডানদিকে যাত্রা, ঠিক চার নম্বরে খুঁজে পাওয়া যাবে 056।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: 055 কখন হয়ে যাবে 056, ধরতেও পারবেন না! তবে ৮ সেকেন্ডের মধ্যে ধরতে পারলে আপনিই সেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement