১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নির্বাচনে জয়ী হয় শেখ মুজিবুর রহমানের আওয়ামি লিগ৷ এতেই মরিয়া হয়ে ওঠেন পাকিস্তান পিপলস পার্টির জুলফিকর আলি ভুট্টো৷ মুজিবুরের আওয়ামি লিগকে দমন করতে পাকিস্তানি বাহিনীকে পূর্ব পাকিস্তানে পাঠান ভুট্টো৷
আরও পড়ুন: লক্ষ্য ছিল ১, আচমকা রেইডে হাতে এল ১৮! কলকাতায় UP পুলিশের বড় অভিযান
advertisement
সেই সময় রমনা কালী বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আওয়ামি লিগের বহু কর্মী এবং তাঁদের পরিবার৷ সেই কারণেই এই কালীবাড়িকে নিশানা করে পাক বাহিনী৷ যে অভিযান অপারেশন সার্চলাইট নামে কুখ্যাত হয়ে আছে৷
আরও পড়ুন: পূর্বপুরুষের জন্মস্থান লাভপুর ভ্রমণে বাংলাদেশের বিদেশমন্ত্রী মহম্মদ শাহরিয়া আলম
১৯৭১ সালের ২৭ মার্চ রাতে এই রমনা কালীবাড়িকে আক্রমণ করে পাক বাহিনী৷ এই মন্দিরের ভিতরেই ছিল মা আনন্দময়ীর আশ্রম৷ মন্দির এবং আশ্রমের ভিতরে হামলা চালিয়ে ভিতরে থাকা শতাধিক মানুষকে হত্যা করে পাক সেনা৷ নিহতদের মধ্যে ছিল বহু নারী এবং শিশু৷
সেই রমনা কালী বাড়িকেই নতুন করে গড়ে তোলা হয়েছে৷ নতুন করে ভক্তদের স্বাগত জানাতে তৈরি বাংলাদেশের এই বিখ্যাত কালী মন্দির৷ বাংলাদেশ সরকারের তরফেই এই মন্দিরকে নতুন করে গড়ে তোলা হয়েছে৷ এই উদ্যোগের মধ্যে দিয়ে দেশের সংখ্যালঘু হিন্দুদেরও বার্তা দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার৷ কারণ সাম্প্রতিক কালে বাংলাদেশের বেশকিছু মন্দিরেও হামলার ঘটনা ঘটেছে৷