TRENDING:

Indian Navy: গুপ্তচরবৃত্তির অভিযোগ, ৮ নৌসেনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদন বিবেচনার পথে কাতার

Last Updated:

Indian Navy: ইতিমধ্যেই ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয় এবং বিগত মাসে কাতারের আদালত তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাতার: কাতারের একটি আদালত ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আপিল গ্রহণ করেছে। এই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের বিগত বছরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের আবেদন খতিয়ে দেখে শুনানির তারিখ নির্ধারণ করবে কাতারের আদালত। রিপোর্ট অনুযায়ী, গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের গোয়েন্দা সংস্থা ২০২২ সালের অগাস্ট মাসে ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের গ্রেফতার করেছিল। যদিও কাতার কর্তৃপক্ষ ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও প্রকাশ করেনি। ইতিমধ্যেই ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয় এবং বিগত মাসে কাতারের আদালত তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

এবার জানা গিয়েছে যে ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করেছে কাতার প্রশাসন। ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের কনস্যুলার অ্যাক্সেস মঞ্জুর করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।

আরও পড়ুন: ডিপফেক নিয়ে কেন্দ্রের কড়া নজরদারি, ব্যবস্থা গ্রহণের পরামর্শ

advertisement

ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মধ্যে রয়েছেন ভারতীয় নৌবাহিনীর প্রবীণ কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্তা, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ এবং নাবিক রাগেশ গোপকুমার। ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীর সমস্ত অফিসারের ভারতীয় নৌবাহিনীতে দেওয়া ২০ বছরের একটি বিশিষ্ট পরিষেবা রেকর্ড রয়েছে এবং তাঁরা বাহিনীতে প্রশিক্ষক সহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কয়েকদিন আগেই জানা যায় যে, কাতারে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: পাহাড়ের খাঁজে ওটা কী প্রাণী? চেনে না কেউ, হার মানল বন দফতরও! তাহলে কি…

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আটক প্রাক্তন অফিসারদের একজনের বোন মিতু ভার্গব তাঁর ভাইকে ফিরিয়ে আনতে সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন। ৮ জুন X হ্যান্ডেলে একটি পোস্টে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করেছিলেন। সেই পোস্টে তিনি ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিংকে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “এই প্রাক্তন নৌবাহিনীর অফিসাররা জাতির গর্ব এবং আবারও আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাত জোড় করে অনুরোধ করছি যে এখনই সময় এসেছে যে তাঁদের সবাইকে আর কোনও বিলম্ব না করে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনা হোক।”

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Indian Navy: গুপ্তচরবৃত্তির অভিযোগ, ৮ নৌসেনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদন বিবেচনার পথে কাতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল