TRENDING:

Khalistani Terrorist: খালিস্তানপন্থী জঙ্গি খুনের জের! দু’দেশের সম্পর্কে চিড়, কানাডাবাসীর জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত

Last Updated:

ট্রুডো এই কথা বলার পরেই বহিষ্কার করা হয় কানাডায় থাকা এক কূটনীতিককে৷ ট্রুডো সরকারের দাবি, ওই ব্যক্তি, কানাডায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান ছিলেন৷ যদিও নিজ্জর খুন নিয়ে কানাডার তোলা অভিযোগ ‘অবাস্তব’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’বলে দাবি করেছে ভারত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ইন্দো-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের মাঝেই সামনে এল আরও এক খবর৷ সম্প্রতি কানাডায় থাকা একটি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএলএস ইন্টারন্যাশনাল সার্ভিসেসের ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়েছে, আপাতত ভারতের ভিসার জন্য কানাডার নাগরিকদের আবেদন স্থগিত রাখা হয়েছে৷ এর পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি পারস্পরিক সম্পর্কে টানাপড়েনের জেরে কানাডার নাগরিকদের ভারতের ভিসা দেওয়া বন্ধ রাখল ভারত?
advertisement

ওই ওয়েবসাইটে জানানো হয়েছে, ২১ সেপ্টেম্বর থেকেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে৷ পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ বন্ধ থাকছে বলে জানানো হয়েছে ওই ওয়েবসাইটে৷

যদিও ভারত সরকারের তরফে ভিসা পরিষেবা বন্ধ রাখার বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি৷ তবে বিএলএস ইন্টারন্যাশনাল সরকারের একটি আউটসোর্স পার্টনার যারা ভারতে আসার জন্য কানাডার নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করে থাকে৷

advertisement

আরও পড়ুন: ইন্দো-কানাডা টানাপড়েনের মাঝেই ফের খুন, গ্যাংওয়ারের বলি আরেক খালিস্তানি জঙ্গি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গত মঙ্গলবারের বয়ান নিয়ে ইতিমধ্যেই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় আঘাত লেগেছে৷ গত তিন-চারমাস ধরেই কানাডায় থাকা খালিস্তানপন্থীরা দাবি করে আসছিলেন৷ গত মঙ্গলবার কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সেই একই অভিযোগ এনেছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ তিনি জানিয়েছেন, খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার ‘প্রমাণ’ কানাডা সরকারের হাতে রয়েছে৷

advertisement

ট্রুডো এই কথা বলার পরেই বহিষ্কার করা হয় কানাডায় থাকা এক কূটনীতিককে৷ ট্রুডো সরকারের দাবি, ওই ব্যক্তি, কানাডায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান ছিলেন৷ যদিও নিজ্জর খুন নিয়ে কানাডার তোলা অভিযোগ ‘অবাস্তব’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’বলে দাবি করেছে ভারত৷

আরও পড়ুন: খালিস্তানি নেতা খুন নিয়ে দ্বৈরথ! কানাডায় থাকা পড়ুয়াদের সতর্ক করল ভারত, অ্যাডভাইজারি জারি বিদেশমন্ত্রকের

advertisement

এরমাঝেই গত বুধবার কানাডায় থাকা বা বেড়াতে যাওয়া ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ তাতে জানানো হয়েছে, কানাডার একাধিক জায়গা থেকে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের খবর আসছে৷ সেই কারণে, কানাডা নিবাসী ভারতীয়রা যাতে উপদ্রুত এলাকা এড়িয়ে চলেন এবং সাবধানী থাকেন৷ বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা সেওয়ার পদ্ধতিও আপাতত সাসপেন্ড করেছে ভারত৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, গত মঙ্গলবারই ভারতে আসা কানাডার নাগরিকদের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছিল সে দেশের প্রশাসন৷ ভারতের এই পদক্ষেপ তারই পাল্টা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Khalistani Terrorist: খালিস্তানপন্থী জঙ্গি খুনের জের! দু’দেশের সম্পর্কে চিড়, কানাডাবাসীর জন্য ভিসা পরিষেবা বন্ধ করল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল