Khalistani Terrorist: ইন্দো-কানাডা টানাপড়েনের মাঝেই ফের খুন, গ্যাংওয়ারের বলি আরেক খালিস্তানি জঙ্গি

Last Updated:

গত মঙ্গলবার কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সেই একই অভিযোগ এনেছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ তিনি জানিয়েছেন, খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার ‘প্রমাণ’ কানাডা সরকারের হাতে রয়েছে৷

নয়াদিল্লি: এক খালিস্তানি জঙ্গির নিধন নিয়ে ইতিমধ্যেই টানাপড়েন চলছে ইন্দো-কানাডা সম্পর্কে৷ এর মধ্যেই ফের কানাডা থেকে সামনে এল আরও এক খালিস্তানি জঙ্গির মৃত্যুর খবর৷ খালিস্তানি জঙ্গি সুখদুল সিং ওরফে সুখা ডুনেকে গত বুধবার রাতে গোষ্ঠী সংঘর্ষে খুন হয়েছে বলে সূত্রের খবর৷
পঞ্জাবের মোগার বাসিন্দা এই ডুনেকে ‘ক্যাটেগরি এ’র তালিকাভুক্ত জঙ্গি৷ ২০১৭ সালে ভুয়ো পাসপোর্ট বানিয়ে সে কানাডায় পালায়৷ গত বুধবার কানাডায় থাকা খালিস্থানপন্থী ৪৩ জন গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷ তার মধ্যে ছিল অর্শদীপ ডালিয়া নামে এক জঙ্গির নাম৷ নিহত ডুনেকে এই অর্শদীপের ঘনিষ্ঠ ছিল বলে জানা গিয়েছে৷
advertisement
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর গত মঙ্গলবারের বয়ান নিয়ে ইতিমধ্যেই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড়সড় আঘাত লেগেছে৷ গত তিন-চারমাস ধরেই কানাডায় থাকা খালিস্তানপন্থীরা দাবি করে আসছিলেন৷ গত মঙ্গলবার কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সেই একই অভিযোগ এনেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ তিনি জানিয়েছেন, খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জর খুনে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার ‘প্রমাণ’ কানাডা সরকারের হাতে রয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: খালিস্তানি নেতা খুন নিয়ে দ্বৈরথ! কানাডায় থাকা পড়ুয়াদের সতর্ক করল ভারত, অ্যাডভাইজারি জারি বিদেশমন্ত্রকের
ট্রুডো এই কথা বলার পরেই বহিষ্কার করা হয় কানাডায় থাকা এক কূটনীতিককে৷ ট্রুডো সরকারের দাবি, ওই ব্যক্তি, কানাডায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর প্রধান ছিলেন৷ যদিও নিজ্জর খুন নিয়ে কানাডার তোলা অভিযোগ ‘অবাস্তব’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’বলে দাবি করে ভারত৷
advertisement
এরমাঝেই গত বুধবার কানাডায় থাকা বা বেড়াতে যাওয়া ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিদেশমন্ত্রক৷ তাতে জানানো হয়েছে, কানাডার একাধিক জায়গা থেকে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধের খবর আসছে৷ সেই কারণে, কানাডা নিবাসী ভারতীয়রা যাতে উপদ্রুত এলাকা এড়িয়ে চলেন এবং সাবধানী থাকেন৷ বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা সেওয়ার পদ্ধতিও আপাতত সাসপেন্ড করেছে ভারত৷
advertisement
প্রসঙ্গত, গত মঙ্গলবারই ভারতে আসা কানাডার নাগরিকদের উদ্দেশ্যে অ্যাডভাইজারি জারি করেছিল সে দেশের প্রশাসন৷ ভারতের এই পদক্ষেপ তারই পাল্টা বলে মনে করছেন বিশেষজ্ঞেরা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Khalistani Terrorist: ইন্দো-কানাডা টানাপড়েনের মাঝেই ফের খুন, গ্যাংওয়ারের বলি আরেক খালিস্তানি জঙ্গি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement