Rahul Gandhi: পরনে লাল শার্ট, মাথায় ট্রলি! এবার ‘কুলি নম্বর ১’-এর ভূমিকায় রাহুল গান্ধি, দেখুন সেই ভাইরাল ভিডিও

Last Updated:

যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-ও এদিন রাহুল গান্ধির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সঙ্গে ১৯৮৩ সালের সিনেমা ‘মজদুরে’র একটি গানও যোগ করে দেন৷ ক্যাপশানে লেখেন, ‘মানুষের হিরো৷’

নয়াদিল্লি: পরনে চিরাচরিত সাদা টি-শার্ট৷ তার উপরে জড়ানো কুলিদের লাল জামা৷ মাথার চড়ানো বড় ভারী ট্রলি৷ বাহুতে কুলির ব্যাজ৷ বৃহস্পতিবার সকালে দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে আবারও অন্য মেজাজে দেখা গেল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে৷ ভাইরাল হল ভিডিও৷
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে ওয়ানাদের সাংসদের মাথায় ট্রলি ব্যাগ তুলে দিচ্ছেন তাঁর চারপাশে ঘিরে থাকা কুলিরা৷ তাঁর মুখে তখন একচিলতে হাসি৷  এরপরে সেই ট্রলি মাথায় নিয়ে রাহুল এগিয়ে গেলেন রেল পোর্টারদের লাল সমুদ্রের মাঝখান দিয়ে৷ চারপাশে তখন শ্লোগান, ‘রাহুল জিন্দাবাদ!’
advertisement
advertisement
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, কুলিদের অভাব-অভিযোগ, সমস্যা সম্পর্কে খোঁজখবর নিতে এদিন আনন্দ বিহার রেল স্টেশনে হাজির হয়েছিলেন রাহুল৷ সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও পোস্ট করে কংগ্রেসের তরফে লেখা হয়, ‘‘আজ, আনন্দ বিহার স্টেশনের পোর্টারদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি৷ কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ওই স্টেশনের পোর্টাররা রাহুল গান্ধির সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন৷ আজ রাহুল ওঁদের সঙ্গে দেখা করেন এবং ওঁদের কথা শোনেন৷ ভারত জোড়ো যাত্রা অব্যাহত৷’’
advertisement
আরও পড়ুন: ‘ভাতা দিচ্ছে, DA দিচ্ছে না’, আন্দোলনস্থলে দাঁড়িয়ে বর্ধিত বেতন দানের অঙ্গীকার শুভেন্দু অধিকারীর
যুব কংগ্রেস সভাপতি শ্রীনিবাস বিভি-ও এদিন রাহুল গান্ধির এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সঙ্গে ১৯৮৩ সালের সিনেমা ‘মজদুরে’র একটি গানও যোগ করে দেন৷ ক্যাপশানে লেখেন, ‘মানুষের হিরো৷’
advertisement
এর আগেও রাহুল গান্ধিকে এই ভাবে জনসাধারণের কাছাকাছি আসতে দেখা গিয়েছে৷ বেঙ্গালুরুতে ফুড ডেলিভারি বয়ের স্কুটারে সওয়ার হতে দেখা গিয়েছিল রাহুলকে৷ থিকথিকে ভিড়ের দিল্লির চাঁদনি চক মার্কেটে স্থানীয় দোকান থেকে কাবাবও খেয়েছিলেন তিনি৷ দিল্লির আজাদপুর মাণ্ডিতে গিয়েও ভেন্ডার এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: পরনে লাল শার্ট, মাথায় ট্রলি! এবার ‘কুলি নম্বর ১’-এর ভূমিকায় রাহুল গান্ধি, দেখুন সেই ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement