TRENDING:

India about Pakistan: ‘অন্য দেশে সন্ত্রাস ছড়ায়, নিজের দেশে বোমা ফেলে,’ রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা ভারতের

Last Updated:

এদিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হানার প্রসঙ্গও উত্থাপন করেন ভারতের প্রতিনিধি৷ গত সোমবার ভোরবেলা পাকিস্তানের JF-17 খাইবার পাখতুনখোয়ার মাত্রে দারা গ্রামে ৮টি LS-6 বোমা ফেলে৷ যার জেরে প্রাণ হারান প্রায় ৩০ জন সাধারণ পাকিস্তানি নাগরিক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নিউ ইয়র্ক: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকের মঞ্চে দাঁড়িয়ে আরও একবার প্রতিবেশী পাকিস্তানের তুলোধনা করল ভারত৷ জানাল, পাকিস্তান শুধু যে বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাস ছড়াই তা-ই নয়, নিজের দেশেই বোমা ফেলে তারা৷

মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারতীয় প্রতিনিধি কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী বলেন, ‘‘আমাদের ভূখণ্ডের প্রতি লোভ করার পরিবর্তে, তাদের অবৈধ দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করুক৷ সাধারণ মানুষের জীবন ধারণের উপযোগী অর্থনীতি তৈরি করুক৷ সামরিক আধিপত্যের দ্বারা বিধ্বস্ত রাজনীতি এবং নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকার রেকর্ডকে ফিরিয়ে নিয়ে গিয়ে মানুষের উপরে মনোনিবেশ করুক৷ ’’

advertisement

আরও পড়ুন : আজই TET-এর রেজাল্ট! পুজোর আগেই সুখবর পাচ্ছেন চাকরিপ্রার্থীরা..নজর বিকেল ৪টের পরের ঘোষণায়

এদিন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিমান হানার প্রসঙ্গও উত্থাপন করেন ভারতের প্রতিনিধি৷ গত সোমবার ভোরবেলা পাকিস্তানের JF-17 খাইবার পাখতুনখোয়ার মাত্রে দারা গ্রামে ৮টি LS-6 বোমা ফেলে৷ যার জেরে প্রাণ হারান প্রায় ৩০ জন সাধারণ পাকিস্তানি নাগরিক৷

advertisement

আরও পড়ুন : মান-সম্মান আর রইল না! ট্রাম্প-মেলানিয়া গিয়ে দাঁড়াতেই স্তব্ধ এসক্যালেটর…কে করেছে? কে করেছে? খুঁজতেই যা বেরল..

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পূর্বতন ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চলে (FATA) বিদ্রোহের শিকড় ২০০০ সালের গোড়ার দিকে রয়েছে৷ সেই সময় মার্কিন হানার হাত থেকে বাঁচতে ২০০১ সালে আল-কায়েদা এবং তালেবান যোদ্ধারা ডুরান্ড লাইনের ওপারে আশ্রয় নিয়েছিল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিদেশ/
India about Pakistan: ‘অন্য দেশে সন্ত্রাস ছড়ায়, নিজের দেশে বোমা ফেলে,’ রাষ্ট্রপুঞ্জের মঞ্চে পাকিস্তানকে তুলোধনা ভারতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল