TRENDING:

Donald Trump: 'আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে'- পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের

Last Updated:

মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জায়গায় ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। এর কিছুক্ষণের মধ্যেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন: মঙ্গলবার মধ্যরাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জায়গায় ঢুকে একের পর এক জঙ্গিঘাঁটি নিশ্চিহ্ন করেছে ভারতীয় সেনাবাহিনী। এর কিছুক্ষণের মধ্যেই মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের এই প্রত্যাঘাত প্রসঙ্গে তিনি বলেন, আশা করি এই সংঘাত শীঘ্রই শেষ হবে।
পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের আবহে কী বললেন ট্রাম্প? (image- collected)
পাকিস্তানে ভারতের প্রত্যাঘাতের আবহে কী বললেন ট্রাম্প? (image- collected)
advertisement

এই প্রসঙ্গে তিনি বলেন, “এটা খুবই লজ্জাজনক। আমরা ওভাল অফিসে যাওয়ার সময়েই এই ঘটনাটা শুনলাম। আমরা জানি তারা বহু বছর ধরেই লড়াই করছে, কয়েক দশক ধরে। আমি আশা করি এই সংঘাত শীঘ্রই শেষ হবে।”

আরও পড়ুন: ‘কাপুরুষের মতো হামলা ভারতের, যোগ্য জবাব দেব…’, হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর 

advertisement

নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যরাতে অপারেশন সিঁদুর একদম নিশানা ভিত্তিক এবং লক্ষ্যবস্তু নির্ভর করে করা হয়েছিল। এই প্রিসিসন স্ট্রাইকে কোনও পাকিস্তানি সামরিক বাহিনী বা পরিকাঠামোর কোনও ক্ষতি করা হয় নি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ থেকে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই, ভাওয়ালপুর, কোটলি এবং মুজফফরাবাদে বিমান হামলার কথা স্বীকার করে নিয়েছে পাকিস্তান বায়ু সেনা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: 'আশা করি এই সংঘাত দ্রুত শেষ হবে'- পাকিস্তানে ভারতের প্রত্যাঘাত প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল