TRENDING:

Pet Dog Hugo: বড়দিনে মোড়ক রাংতা-সহ 6 প্যাকেট চকোলেট খেয়ে রক্তবমি, জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পোষ্য সারমেয়র

Last Updated:

ক্রিসমাস চকোলেট কয়েন সে মোড়ক-সহ খেয়ে ফেলেছিল ৬ প্যাকেট৷ তার ফলেই বিষক্রিয়া দেখা দেয় পোষ্যর শরীরে (Dog eats 6 packets chocolate on Christmas)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: পারিবারিক আনন্দে সমান তালে মেতে ওঠে পোষ্যরাও৷ সেভাবেই বড়দিনের জমায়েতে অংশ নিয়েছিল ব্রিটেনের এক পোষ্য কুকুর (Hugo the pet dog from Britain)৷ পরে এই আনন্দ ও হুল্লোড়ের মাশুলও দিতে হয় সারমেয়কে৷ তাকে নিয়ে বিপদে পড়েন মালিক৷ সারমেয়টি নিজের কীর্তির ফলে প্রায় মারা পড়তে বসেছিল৷ ক্রিসমাস চকোলেট কয়েন সে মোড়ক-সহ খেয়ে ফেলেছিল ৬ প্যাকেট৷ তার ফলেই বিষক্রিয়া দেখা দেয় পোষ্যর শরীরে (Dog eats 6 packets chocolate on Christmas)৷
advertisement

অসুস্থ হয়ে পড়া ছ’ বছর বয়সি বুল টেরিয়ার প্রজাতির সেই কুকুরের নাম হুগো৷ স্ট্র্যাডফোর্ডশায়ারের বাসিন্দা সেই কুকুরটিকে শেষ অবধি অস্ত্রোপচার করতে হয়৷ অস্ত্রোপচারের ফলেই নতুন জীবন পায় সে৷ তাকে বাড়িতে একা রেখে বাইরে গিয়েছিলেন মালকিন অ্যামি৷ সেই সুযোগে ৬ প্যাকেট ক্রিসমাস চকোলেট কয়েন সে মোড়ক-সহ খেয়ে ফেলে হুগো৷ বাড়িতে ফিরে অ্যামি দেখেন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চকোলেটের মোড়কের অংশ৷ দেখেই বুঝতে পারেন কী কাণ্ড হয়েছে!

advertisement

আরও পড়ুন : বান্ধবীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে যাচ্ছেন ব্যক্তি ! বিমানের ভিতর এ কেমন দৃশ্য !

সংবাদমাধ্যমে অ্যানি জানিয়েছেন, ‘‘আমি মাত্র কিছু ক্ষণের জন্য বাড়ির বাইরে দোকানে গিয়েছিলাম৷ বাড়িতে ফিরে এসে দেখি এদিকে সেদিকে পড়ে রয়েছে চকোলেটের মোড়ক ও ফয়েলের অংশ৷’’

তবে চকোলেট খাওয়ার পর পরই অসুস্থ হয়ে পড়েনি হুগো৷ প্রথমে সে দিব্যি ঠিকঠাকই ছিল৷ কিন্তু তার পরই কুকুরটির মুখ থেকে রক্ত উঠতে শুরু করে৷ তার পরই প্রায় তার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসে৷ বিপদ আঁচ করে অ্যামি ফোন করেন পিডিএসএ বা পিপলস ডিসপেন্সারি ফর সিক অ্যানিম্যালস বিভাগে৷

advertisement

আরও পড়ুন : গিনিস রেকর্ড গড়লেন, এই দুই ভাইয়ের ভিডিও অবাক বিস্ময়ে দেখছে গোটা বিশ্ব! আপনি দেখেছেন?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর পরই হুগোকে সংজ্ঞাহীন করে এক্সরে করা হয়৷ সেখানে দেখা যায় তার যকৃৎ ভর্তি হয়ে আছে চকোলেটের রাংতায়৷ অস্ত্রোপচার করে সে সব তার শরীর থেকে বার করা হয়৷ পিডিএসএ-এর নার্স ডোনা সাউথউড জানিয়েছেন, ‘‘ জটিল অস্ত্রোপচারের পর হুগোকে নজরে রাখা হয়েছে৷ সেরে ওঠার জন্য তার প্রয়োজন হয়েছে ইন্ট্রাভেনাস ফ্লুইড ড্রিপ, ওষুধ এবং নিখুঁত নার্সিং৷’’ ডোনা মনে করেন হুগোকে সময়মতো হাসপাতালে আনা না হলে বড় বিপদ হওয়ার আশঙ্কা ছিল৷ তিনি আরও বলেন যে চকোলেট বা মিষ্টির মতো খাবার পোষ্যদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pet Dog Hugo: বড়দিনে মোড়ক রাংতা-সহ 6 প্যাকেট চকোলেট খেয়ে রক্তবমি, জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পোষ্য সারমেয়র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল