অসুস্থ হয়ে পড়া ছ’ বছর বয়সি বুল টেরিয়ার প্রজাতির সেই কুকুরের নাম হুগো৷ স্ট্র্যাডফোর্ডশায়ারের বাসিন্দা সেই কুকুরটিকে শেষ অবধি অস্ত্রোপচার করতে হয়৷ অস্ত্রোপচারের ফলেই নতুন জীবন পায় সে৷ তাকে বাড়িতে একা রেখে বাইরে গিয়েছিলেন মালকিন অ্যামি৷ সেই সুযোগে ৬ প্যাকেট ক্রিসমাস চকোলেট কয়েন সে মোড়ক-সহ খেয়ে ফেলে হুগো৷ বাড়িতে ফিরে অ্যামি দেখেন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চকোলেটের মোড়কের অংশ৷ দেখেই বুঝতে পারেন কী কাণ্ড হয়েছে!
advertisement
আরও পড়ুন : বান্ধবীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে যাচ্ছেন ব্যক্তি ! বিমানের ভিতর এ কেমন দৃশ্য !
সংবাদমাধ্যমে অ্যানি জানিয়েছেন, ‘‘আমি মাত্র কিছু ক্ষণের জন্য বাড়ির বাইরে দোকানে গিয়েছিলাম৷ বাড়িতে ফিরে এসে দেখি এদিকে সেদিকে পড়ে রয়েছে চকোলেটের মোড়ক ও ফয়েলের অংশ৷’’
তবে চকোলেট খাওয়ার পর পরই অসুস্থ হয়ে পড়েনি হুগো৷ প্রথমে সে দিব্যি ঠিকঠাকই ছিল৷ কিন্তু তার পরই কুকুরটির মুখ থেকে রক্ত উঠতে শুরু করে৷ তার পরই প্রায় তার শরীর ক্রমশ নিস্তেজ হয়ে আসে৷ বিপদ আঁচ করে অ্যামি ফোন করেন পিডিএসএ বা পিপলস ডিসপেন্সারি ফর সিক অ্যানিম্যালস বিভাগে৷
আরও পড়ুন : গিনিস রেকর্ড গড়লেন, এই দুই ভাইয়ের ভিডিও অবাক বিস্ময়ে দেখছে গোটা বিশ্ব! আপনি দেখেছেন?
এর পরই হুগোকে সংজ্ঞাহীন করে এক্সরে করা হয়৷ সেখানে দেখা যায় তার যকৃৎ ভর্তি হয়ে আছে চকোলেটের রাংতায়৷ অস্ত্রোপচার করে সে সব তার শরীর থেকে বার করা হয়৷ পিডিএসএ-এর নার্স ডোনা সাউথউড জানিয়েছেন, ‘‘ জটিল অস্ত্রোপচারের পর হুগোকে নজরে রাখা হয়েছে৷ সেরে ওঠার জন্য তার প্রয়োজন হয়েছে ইন্ট্রাভেনাস ফ্লুইড ড্রিপ, ওষুধ এবং নিখুঁত নার্সিং৷’’ ডোনা মনে করেন হুগোকে সময়মতো হাসপাতালে আনা না হলে বড় বিপদ হওয়ার আশঙ্কা ছিল৷ তিনি আরও বলেন যে চকোলেট বা মিষ্টির মতো খাবার পোষ্যদের জন্য খুবই ক্ষতিকারক হতে পারে৷