Viral Video: বান্ধবীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে যাচ্ছেন ব্যক্তি ! বিমানের ভিতর এ কেমন দৃশ্য !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video of Flight: একটি বিমানের মধ্যে সম্প্রতি একটি অদ্ভূত ভিডিও ভাইরাল হয়েছে ৷ যা দেখে সকলেই অবাক ৷
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত কিছুই না ভাইরাল হতে দেখা যায় ৷ কোনও ভিডিও হোক, কিংবা ছবি- ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ এবার একটি বিমানের মধ্যে সম্প্রতি একটি অদ্ভূত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ৷ যা দেখে সকলেই অবাক (Viral Video on Social Media) !
আসলে অবাক হওয়ার মতোই ঘটনা ৷ বিমানের ভিতরে দেখা যায়, এক যাত্রী অন্য আরেক যাত্রীর গলায় বেল্ট বেঁধে তাঁকে নিয়ে ভিতরে ঢুকছেন (Man took woman in flight with strap around neck) ৷ এই ঘটনা দেখে প্রত্যেকেই হকচকিয়ে যান ৷ Reddit-এ আপলোড হওয়া এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি ৷ বিমানে উপস্থিত অন্যান্য যাত্রীদের মতো নেটিজেনরাও অবাক ৷ এ কেমন ঘটনা !
advertisement
advertisement
গলায় বেল্ট বাঁধা ওই মহিলা যে ব্যক্তির বান্ধবী ৷ সেই বিষয় কোনও সন্দেহ নেই ৷ বোঝাই যাচ্ছে, যে স্রেফ মজার জন্যই তাঁরা এমনটা করেছেন ৷ কিন্তু বিমানের ভিতরে এভাবে ঢোকাকে কেউই খুব ভালো চোখে দেখছেন না ৷ নেটিজেনরা অনেকেই কমেন্ট করেছেন, এ আবার কী করতে চাইছেন তাঁরা !
advertisement
মহিলাকে মনে হচ্ছে কোনও পোষ্যের মতো করে ফ্লাইটের ভিতরে নিয়ে যাচ্ছেন ওই ব্যক্তি ৷ ঘটনার তাই যথেষ্ট নিন্দাই হচ্ছে সর্বত্র ৷ কারণ সবারই বক্তব্য, এ আবার কেমন আচরণ ! তাও বিমানের মধ্যে ৷ Newsweek-এর রিপোর্ট অনুযায়ী ভিডিওটি ২২ ডিসেম্বর পোস্ট করা হয় ৷ তারপরেই সেটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 28, 2021 3:22 PM IST