TRENDING:

রাশিয়াকে রাগিয়ে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দিতে নারাজ জার্মানি, ফের হুমকি পুতিনের

Last Updated:

Germany reluctant to help Ukraine with modern Leopard 2 tanks despite pressure from NATO. পুতিনের ভয়ে কাঁপছে জার্মানি, ইউক্রেনকে সাহায্য না করার সিদ্ধান্ত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কিভ: একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছিলেন ভ্লাদিমির পুতিন বেঁচে আছেন কিনা। তার আশঙ্কা মূল্যহীন সেটা প্রতিদিন প্রমাণ করে চলেছে রাশিয়া। ইস্কান্দার, কিনঝাল মিসাইল ছাড়াও ফসফরাস বোমা ব্যবহার করছে রাশিয়া। রাশিয়ায় গ্যাসের উপর জার্মানির নির্ভরতা রয়েছে যথেষ্টই।
জার্মানির আধুনিক লেপার্ড পাচ্ছে না ইউক্রেন
জার্মানির আধুনিক লেপার্ড পাচ্ছে না ইউক্রেন
advertisement

তাই নেটোর সদস্য দেশ হয়েও ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহে এখনও সম্মত হয়নি তারা। জার্মান বিদেশ দফতর জানিয়েছে, তাদের মিত্র দেশগুলির মধ্যে ঐকমত্য হলে ইউক্রেনে লেপার্ড পাঠানো যাবে। জো বাইডেন সরকার সে দেশের সেরা সাঁজোয়া গাড়ি স্ট্রাইকার দেওয়ার কথা জানিয়েছিল। কিন্তু আমেরিকা এবং ইউরোপের একাধিক দেশের অনুরোধ সত্ত্বেও তাদের তৈরি লেপার্ড ট্যাঙ্ক কিভে পাঠাতে নারাজ জার্মানি।

advertisement

আরও পড়ুন - চিন সীমান্তে হঠাৎ উত্তেজনা! ড্রাগনকে ঠান্ডা রাখতে বিমান মহড়ার অনুশীলন শুরু ভারতের!

লেপার্ড হাতে পেলে ভলোদিমির জ়েলেনস্কির বাহিনীর পক্ষে রুশ টি-৯০ ট্যাঙ্কের মোকাবিলা করা অনেক সহজ হত। লেপার্ডের ১২০ মিলিমিটারের দূরপাল্লার এল-৩০ কামান বিধ্বংসী হামলা চালাতে পারতে রুশ ফৌজের উপর। পাশাপাশি, এই ট্যাঙ্কের এল৩৭এ২ বিমান বিধ্বংসী স্বয়ংক্রিয় কামান (অটোক্যানন) রুশ ড্রোন হামলারও মোকাবিলা করতে পারত।

advertisement

শত্রুর উপর প্রতি আক্রমণেও এই সাঁজোয়া যান দক্ষ। এই প্রথম ইউক্রেন সেনাকে স্ট্রাইকার দিচ্ছে ওয়াশিংটন। পোল্যান্ডর কাছে লেপার্ড ট্যাংক থাকলেও তারা সেই অস্ত্র পাঠাতে পারবে না ইউক্রেনে। কারণ সে ক্ষেত্রে জার্মানির অনুমতির প্রয়োজন আছে।

তাছাড়া রাশিয়া স্পষ্ট করে দিয়েছে পশ্চিম দেশগুলো যত বেশি আধুনিক হাতিয়ার দেবে ইউক্রেনকে, ততই পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাবে। রাশিয়া এখনও নিজেদের ক্ষমতার অর্ধেক ব্যবহার করেনি, ইউক্রেন যুদ্ধে। সেটা করতে চায় না তারা। কিন্তু পশ্চিম দেশগুলোর রাশিয়া বিরোধিতা আর কতদিন মস্কো সহ্য করবে এর গ্যারান্টি নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

রাশিয়ার ঝুলিতে এমন অনেক হাইপারসনিক মিসাইল এবং আধুনিক অস্ত্র রয়েছে যা আমেরিকা এবং ইউরোপের সব দেশের নেই। তাই ইউক্রেনকে শক্তিশালী লেপার্ড ট্যাংক দিয়ে নিজেদের বিপদ ডেকে আনতে রাজি নয় জার্মানি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাশিয়াকে রাগিয়ে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দিতে নারাজ জার্মানি, ফের হুমকি পুতিনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল