চিন সীমান্তে হঠাৎ উত্তেজনা! ড্রাগনকে ঠান্ডা রাখতে বিমান মহড়ার অনুশীলন শুরু ভারতের!

Last Updated:

Indian Air force to begin exercise Pralay along LAC to counter China. আগামী এক সপ্তাহ ধরে চিন সীমান্তে যুদ্ধ মহড়া চালাবে ভারত বিমান বাহিনী

আগামী এক সপ্তাহ ধরে চিন সীমান্তে যুদ্ধ মহড়া চালাবে ভারত
আগামী এক সপ্তাহ ধরে চিন সীমান্তে যুদ্ধ মহড়া চালাবে ভারত
#শিলং: অনেক কথা হয়েছে, কিন্তু কাজের কাজ হয়নি। শেষ দু'বছর ধরে ভারত এবং চিন একাধিকবার আলোচনা করেছে। লোক দেখানোর মতো চিন কখনও সেনা প্রত্যাহার করেছে, আবার ১০ দিনের মধ্যে ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। এলএসি তে শান্তি বিরাজ করুক সেটা একেবারেই চায়না চিন এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে। দুদিন আগেই শি জিনপিং ভিডিও কনফারেন্স করেছেন চিনা সেনাদের সঙ্গে।
ভারতের সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় প্রস্তুতি কতটা খোঁজখবর নিয়েছেন তিনি। সৈন্যরা সঠিক পরিকাঠামো পাচ্ছে কিনা এবং সরঞ্জাম উপস্থিত কিনা জানতে চেয়েছিলেন চিনা প্রেসিডেন্ট। অর্থাৎ চিন যে লাদাখ এবং সিকিম সীমান্তে শান্তি চায় না এবং নিজেদের দাবি থেকে এক চুল সরবে না সেটা স্পষ্ট। পাল্টা প্রস্তুতি অনেকদিন ধরেই নিয়ে রেখেছিল ভারত।
advertisement
শুধু অপেক্ষা ছিল ওপর মহলের সবুজ সংকেতের। এবার পাওয়া গিয়েছে সেই সিগনাল। এএনআই সূত্রের খবর, ভারতীয় বিমান বাহিনী আগামী ১ সপ্তাহ ধরে পুরো উত্তর-পূর্ব ভারতে চিন সীমান্তের সব এলাকা জুড়ে বিশেষ মহড়া চালাবে। এর নাম দেওয়া হয়েছে এক্সারসাইজ প্রলয়। প্রায় দেড় হাজার কিলোমিটার এলাকা জুড়ে চলবে মহড়া।
advertisement
রাফাল, সুখোই, জাগুয়ার, মিগ ২৯ কে, তেজস যুদ্ধবিমান ছাড়াও রাখা হবে রাশিয়া থেকে কেনা এস ৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেমকে। শত্রু শিবিরের হালচাল ৪০০ কিলোমিটার দূর থেকেই ধরে নিতে সক্ষম এই আধুনিক ডিফেন্স সিস্টেম। এছাড়া অত্যাধুনিক কিছু ড্রোন ব্যবহার করবে ভারত ওই এলাকায়।
advertisement
চিনের পশ্চিম থিয়েটার কমান্ড ভারতের সীমান্তের সঙ্গে প্রায় ৩০ হাজার সৈন্য মজুত রেখেছে। তৈরি করা হয়েছে হাসপাতাল এবং বিমান অবতরণ করার হ্যাঙ্গার। ছবিটা আগে থেকেই ভারতের কাছে স্পষ্ট। গত এক সপ্তাহ ধরে চিনের পুরনো শত্রু জাপানের সঙ্গে বিমান মহড়া শুরু করেছে ভারত।
advertisement
সেখানে দু'দেশের ফাইটার পাইলটরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। ড্রাগনকে ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে সৈন্য সংখ্যা এবং অস্ত্র সংখ্যায় এগিয়ে থাকলেও কোনও ভুল পদক্ষেপ গ্রহণ করলে লজ্জার মুখে পড়তে হবে বেজিংকে। এটা ১৯৬২ নয়। সেটা ভাল করে জানে চিন নিজেও।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চিন সীমান্তে হঠাৎ উত্তেজনা! ড্রাগনকে ঠান্ডা রাখতে বিমান মহড়ার অনুশীলন শুরু ভারতের!
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement