advertisement
মার্কিন নির্বাচনে হেরে ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল৷ কিছুতে যেন ট্রাম্পের হার মানতে চাইছিলেন না তাঁর সমর্থকরা৷ বুধবার মার্কিন কংগ্রেসে যে ভাবে হামলা চালালেন তাতে স্তম্ভিত গোটা বিশ্ব। ঘরে বাইরে নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ তাঁর উস্কানিমূলক মন্তব্যের পরেই এত বড় হামলা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতিমধ্যেই ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে। ইন্সটাগ্রামও তাঁর অ্যাকাউন্ট ২৪ ঘন্টার জন্য রাখতে বাধ্য হয়েছে।
আরও পড়ুন "হার স্বীকার করে সমর্থকদের বলুন তাণ্ডব বন্ধ করতে!" ডোনাল্ড ট্রাম্পকে বললেন বাইডেন...
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত বাইডেনও । বাইডেন ট্যুইট করেছেন, 'আমি ডোনাল্ড ট্রাম্পকে তাঁর শপথ পূরণ ও সংবিধান রক্ষা করার জন্য আবেদন করছি৷ তিনি আরও বলেন এই ধরণের হিংসা বন্ধ হোক এবং টিভির পর্দায় এসে ট্রাম্প তাঁর সমর্থকদের এই ধরণের তাণ্ডব বন্ধ করতে নির্দেশ দিন৷ অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও ট্যুইটের মাধ্যমে তাঁর সমর্থকদের হিংসা বন্ধ করার নির্দেশ দিতে বলেন৷ তিনি জানান যে তাঁর দল আইনরক্ষার পথে হাঁটে এবং সে কথা মাথায় রেখেই রিপাবলিকান দলের সমর্থকদের পদক্ষেপ নেওয়া উচিৎ৷
এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে৷ মার্কিন ক্যাপিটল হিলে এমন হিংসার ঘটনায় স্তম্ভিত সকলে৷ আমেরিকার তাণ্ডবের ঘটনা দুঃখজনক, বলেছেন মোদি৷ শুধু প্রধানমন্ত্রী মোদি নন, বহু রাষ্ট্রনেতা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন৷