#ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ২০২০-র ফলাফল নিয়ে রাজনৈতিক কোন্দল চলছেই। নির্বাচনের কারচুপির অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ট্রাম্প সমর্থকরা ভিড় করে ক্যাপিটল হিলের বাইরে উত্তেজনা সৃষ্টি করেছে। নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন মার্কিন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের এই কর্মকাণ্ডকে রাষ্ট্রদ্রোহ বলে ব্যখ্যা করেছেন।
President-elect Biden addresses the nation: https://t.co/BXM3SZK25R
— Biden-Harris Presidential Transition (@Transition46) January 6, 2021
President-elect Biden addresses the nation: https://t.co/BXM3SZK25R
— Biden-Harris Presidential Transition (@Transition46) January 6, 2021
মার্কিন ক্যাপিটল হিলের এই হিংসার ঘটনায় এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়ে। হুমকির রয়েছে, তাই ক্যাপিটল হিল কমপ্লেক্সের বাইরে বা ভিতরে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ ওয়াশিংটন ডিসি পুলিশ প্রধান জানিয়েছেন, ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে প্রবেশের জন্য পুলিশ ওপর কাছে রাসায়নিক উপাদান নিক্ষেপ করেছিল। ওয়াশিংটন ডিসির মেয়র স্থানীয় সময় সন্ধেটায় কারফিউ ঘোষণা করেছেন।
I am asking for everyone at the U.S. Capitol to remain peaceful. No violence! Remember, WE are the Party of Law & Order – respect the Law and our great men and women in Blue. Thank you!
— Donald J. Trump (@realDonaldTrump) January 6, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Donald Trump, Joe Biden