দক্ষিণ চিন সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করতে চিনের আগেই আমেরিকা পাঠিয়ে দিয়েছে তাদের অত্যাধুনিক ও উন্নত নতুন ফাইটার জেট এফ৩৫-সি। বলা হচ্ছে এফ৩৫-সি ফাইটার জেট হল একটি উড়ন্ত কম্পিউটার। বিভিন্ন ধরনের অ্যাসেটের সঙ্গে এটি লিঙ্ক করতে পারবে। এর মধ্যে রয়েছে এয়ার ফোর্সের লিঙ্কিং সেন্সর টু শ্যুটার। এছাড়াও এফ৩৫-সি ফাইটার জেটের মধ্যে রয়েছে ৩৫ নেটওয়ার্ক ক্যাপাবিলিটি। এক নজরে দেখে নেওয়া যাক আমেরিকার এই অত্যাধুনিক ও উন্নত নতুন এফ৩৫-সি ফাইটার জেটের মধ্যে কী কী ফিচার রয়েছে।
advertisement
- আমেরিকার এই অত্যাধুনিক ও উন্নত নতুন এফ৩৫-সি ফাইটার জেটের মধ্যে রয়েছে নেটওয়ার্ক এনাবেল্ড মিশন সিস্টেম। এর মাধ্যমে সেটি কোথায় রয়েছে সেই সম্পর্কে রিয়েল টাইম তথ্য শেয়ার করা যাবে।
- আমেরিকার এই অত্যাধুনিক ও উন্নত নতুন এফ৩৫-সি ফাইটার জেট হল আমেরিকার নৌবাহিনীর প্রথম লো অবজারভেবেল ক্যারিয়ার বেসড এয়ারক্রাফট। এর ফলে এটিকে শত্রুদের নজর এড়িয়ে অপারেট করা সম্ভব।
- আমেরিকার এই অত্যাধুনিক ও উন্নত নতুন এফ৩৫-সি ফাইটার জেটের মধ্যে রয়েছে বড় উইংস এবং রবাস্ট ল্যান্ডিং গিয়ার। এর ফলে সমুদ্রের মধ্যে ক্যাটাপাল্ট লঞ্চ করতে এটি পারদর্শী।
-আমেরিকার এই অত্যাধুনিক ও উন্নত নতুন এফ৩৫-সি ফাইটার জেটের মধ্যে রয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী ফাইটার ইঞ্জিন। এর ফলে এই ফাইটার জেট এফ৩৫-সি স্পিড(F35-C Fighter Jet) তুলতে পারে প্রায় ১,২০০ এমপিএইচ অথবা মাচ ১.৬।
আরও পড়ুন: হাত-পা বেঁধে গভীর সমুদ্রে সাঁতার কেটে নজির গড়লেন ৬৬ বছরের বৃদ্ধ!
- আমেরিকার এই অত্যাধুনিক ও উন্নত নতুন এফ৩৫-সি ফাইটার জেট তার উইংসে ক্যারি করতে পারে দুটি মিসাইল। এছাড়াও এফ৩৫-সি ফাইটার জেটের ভেতরে ক্যারি করা যাবে চারটি মিসাইল।
আরও পড়ুন: যারা টিকা নেয়নি, তাদের জন্য বিপদ নিয়ে আসছে করোনাভাইরাস!
দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য কম করতে আমেরিকা পাঠিয়ে দিয়েছে তাদের শক্তিশালী অত্যাধুনিক ও উন্নত নতুন ফাইটার জেট এফ৩৫-সি(F35-C Fighter Jet)। এই ফাইটার জেট ছাড়াও আমেরিকা দক্ষিণ চিন সাগরে মোতায়েন করেছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ এবং শক্তিশালী ভেসেল। এখন চিন এর পাল্টা কী জবাব দেয় সেটাই দেখার!