Gangadhar Kadekar: হাত-পা বেঁধে গভীর সমুদ্রে সাঁতার কেটে নজির গড়লেন ৬৬ বছরের বৃদ্ধ!
- Published by:Piya Banerjee
Last Updated:
Gangadhar Kadekar: তবে ছোটবেলা থেকে নয়, ৬০ বছর বয়সেই প্রথম সাঁতারে নিজের নাম লিখিয়ে নেন কাদেকর।
#নয়াদিল্লি: ইচ্ছা থাকলে উপায় হয়। আবারও তা প্রমাণ হল। শুধু উপায় নয়, বৃদ্ধ বয়সে নিজের অদম্য ইচ্ছাশক্তির ওপর ভর দিয়ে ইতিহাস গড়লেন সোনার মানুষ। মনের জোর থাকলে শরীর যে কোনও বিষয় নয় তা আবারও সচক্ষে দেখলেন কয়েকশো কোটি মানুষ। ৬৬ বছর বয়সেও তাঁর শরীরের পরোয়া নেই। শুধুমাত্র মনের জোরে হাত-পা বাঁধা অবস্থায় গভীর সমুদ্রে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করলেন কর্নাটকের বৃদ্ধ। কর্নাটক রাজ্যের উদুপির বাসিন্দা গঙ্গাধর কাদেকর (Gangadhar Kadekar)। বর্তমানে তাঁর বয়স ৬৬ বছর। তাতে কী এসে যায়। এই বয়সেও তিনি হাজার যুবকের অনুপ্রেরণা। তবে ছোটবেলা থেকে নয়, ৬০ বছর বয়সেই প্রথম সাঁতারে নিজের নাম লিখিয়ে নেন কাদেকর।
সম্প্রতি গঙ্গাধর গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের (Golden Book of World Records) পাতায় নিজের নাম খোদায় করে নিয়েছেন। গত ২৪ জানুয়ারি তিনি উদুপির সমুদ্র সৈকতে হাত-পা বাঁধা অবস্থায় ডলফিনের মতো ঝাঁপিয়ে পড়েন। তার পর গভীর সমুদ্রে ৩.৫ কিলোমিটার সাঁতার কাটেন। এই দীর্ঘ পথ পাড়ি দিতে তিনি সময় নেন প্রায় ছয় ঘণ্টা। জানা গিয়েছে, সকাল ৭.৫০ মিনিটে তিনি তাঁর যাত্রা শুরু করেন। দুপুর ১.২৫ মিনিটে তিনি তাঁর গন্তব্যে পৌঁছে যান। সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড গড়ে নিজের নাম খোদায় করে নেন বিশ্ব ইতিহাসের পাতায়।
advertisement
advertisement
তবে এই প্রথমবার নয়, ঠিক এক বছর আগেও তিনি সাঁতারের ইতিহাসে রেকর্ড করেন। গত ২৪ জানুয়ারি ২০২১ সালে কর্নাটকের পাদুকেরে সমুদ্র সৈকতে 'পদ্মাসন' ভঙ্গিতে পা বাঁধা অবস্থায় ৭৩.৭ মিনিটে ১.৪ কিমি সাঁতার কেটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন। এমনকী বাতাসের প্রতিকূলে সাঁতার কাঁটার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে।
advertisement
জানা গিয়েছে, বাতাসের বিরুদ্ধে শুধুমাত্র বুকে ভর দিয়ে সাঁতরে বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যান কাদেকর। পাশাপাশি ওই সালেই ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সেন্ট মেরিস দ্বীপে ৪১ জন ছাত্রের সঙ্গে সাঁতারে পাল্লা দেন গঙ্গাধর।
শুধু কী তাই, এছাড়াও রাজ্য ও জাতীয় স্তরের সাঁতার প্রতিযোগিতায় বহু বার অংশ নিয়েছেন তিনি। পুরস্কারের ঝুলিতে পুরে নিয়েছেন ৩১টি সোনা, ১৬টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক। এছাড়াও ২০২১ সালে জেলা স্তরের কর্নাটক রাজ্যোৎসব পুরস্কারের তালিকায়ও জ্বলজ্বল করছে তাঁর নাম।
advertisement
তবে এ নিয়ে তাঁর কোনও বাড়তি উদ্দীপনা নেই। তাঁর সাফ কথা, "সাফল্যের কোনও বয়সসীমা থাকে না"। ইচ্ছা থাকলে যে কোনও বয়সেই তা অর্জন করা সম্ভব। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাদেকর বলেন, উদুপিতে তিনি জয় দুর্গা সুইমিং ক্লাব নামে একটি সাঁতারের প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন। যেখানে কয়েক হাজার যুবক-যুবতী সাঁতারের প্রশিক্ষণ নেন নিয়মিত। পাশাপাশি তাঁর বক্তব্য, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের অনুপ্রেরণা দিতে তিনি এই নজির সৃষ্টি করেছেন। তিনি বলেন, সমুদ্র বলে কথা, তা অনেক গভীর ও রুক্ষ। কিন্তু তিনি তাঁর আত্মবিশ্বাস হারাননি। তিনি আরও বলেন, "আমি অনেক যুবক- যুবতী এবং বাচ্চাদের প্রশিক্ষণ দিয়েছি। তাদের উৎসাহ দেওয়া ও নিজেকে প্রমাণ করার জন্যই আমি এই রেকর্ড গড়েছি"।
advertisement
কাদেকরের এই রেকর্ডের পর গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তরফ থেকে তাঁকে একটি অস্থায়ী শংসাপত্র দেওয়া হয়েছে। গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি মণীশ বিশনোই বলেন, "যে বয়সে মানুষ অবসর নেয় এবং বাড়িতে থাকে, সেই বয়সে কাদেকরের এই সাফল্য সত্যিই অভাবনীয়।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 1:25 PM IST