TRENDING:

Pakistani child drives Toyota Fortuner: মাত্র ৮ বছর বয়সেই টয়োটা ফরচুনার চালালো পাকিস্তানের খুদে! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

পাকিস্তানের বাসিন্দা আয়ান নামে এক খুদে এমনই কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: বয়স মাত্র আট বছর৷ এই বয়সে অনেক খুদেই সবে সাইকেল চালানো শেখে৷ ভিডিও গেমেও পারদর্শিতা দেখায় অনেকে৷ কিন্তু আট বছর বয়সি কোনও খুদে যদি সত্যিকারেরর চার চাকা গাড়ি চালিয়ে দেয়? তাও আবার এসইউভি-র মতো বড়সড় যাত্রীবাহী গাড়ি?
গাড়ি চালিয়ে দেখালো ৮ বছরের আয়ান৷
গাড়ি চালিয়ে দেখালো ৮ বছরের আয়ান৷
advertisement

পাকিস্তানের বাসিন্দা আয়ান নামে এক খুদে এমনই কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে৷ আট বছর বয়সেই টয়োটা ফরচুনার গাড়ি চালিয়ে দেখিয়ে দিয়েছে সে৷ আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হতেও সময় লাগেনি৷ ৮ বছরের খুদের দক্ষ হাতে গাড়ি চালানো দেখে অনেকেই যেমন অবাক হয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, অনেকে আবার এমন ঝুঁকি নেওয়ার জন্য সমালোচনাও করেছেন৷

advertisement

আরও পড়ুন: পদ্মায় দৈত্যাকার কাতলা! ওজন কত? বিক্রি কত টাকায়? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য!

পাকিস্তানের আয়ান অ্যান্ড আরিবা শো নামক একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে আয়ানের দিদি দশ বছরের আরিবা প্রথমে নিজের ভাইয়ের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছে৷ আয়ান যে গ্রামের রাস্তায় দক্ষ হাতে টয়োটা ফরচুনার গাড়ি চালিয়ে দেখাবে, সেকথাও জানায় সে৷

advertisement

এর পরই দেখা যায় ৮ বছরের ওই খুদে নীল পাঠান স্যুট পরে দরজা খুলে গাড়ির চালকের আসনে গিয়ে বসল৷ এর পরের দৃশ্যেই দেখা যাচ্ছে, দক্ষ হাতে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আয়ান৷ ব্রেকে পা দেওয়ার জন্য চালকের আসনে অনেকটা এগিয়ে বসেছে সে৷ আয়ান যে গাড়ি চালানোয় যথেষ্ট পটু, ভিডিও-তেই তা পরিষ্কার৷ তবে যে রাস্তায় গাড়িটি চলছিল, সেটি তুলনামূলক ভাবে ফাঁকাই ছিল৷ তা সত্ত্বেও খুদের কৃতিত্বকে খাটো করার জায়গা নেই৷ গাড়ি চালাতে চালাতে আয়ান নিজেই জানিয়েছে, ৬ বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছে সে৷

advertisement

আরও পড়ুন: সাত ফিট ১০ ইঞ্চি লম্বা মানুষ! আস্ত চার চাকা যাঁর সামনে খেলনার মতো দেখায়

কিন্তু এত ছোট বাচ্চার হাতে কেন গাড়ির স্টিয়ারিং ছাড়া হল, সেই প্রশ্ন তুলেছেন অনেক দর্শক৷ একজন দর্শক লিখেছেন, 'ভারত হলে এতক্ষণে শিশুটির বাবার জেল হয়ে যেত৷'

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভারতের মতো পাকিস্তানেও ১৮ বছর না হলে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয় না৷ ফলে শিশুটির গাড়ি চালানোর ভিডিও যতই জনপ্রিয় হোক না কেন, এই কাজ যে আইন বহির্ভূত, তা বলার অপেক্ষা রাখে না৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistani child drives Toyota Fortuner: মাত্র ৮ বছর বয়সেই টয়োটা ফরচুনার চালালো পাকিস্তানের খুদে! দেখুন ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল