পাকিস্তানের বাসিন্দা আয়ান নামে এক খুদে এমনই কাণ্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে৷ আট বছর বয়সেই টয়োটা ফরচুনার গাড়ি চালিয়ে দেখিয়ে দিয়েছে সে৷ আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হতেও সময় লাগেনি৷ ৮ বছরের খুদের দক্ষ হাতে গাড়ি চালানো দেখে অনেকেই যেমন অবাক হয়ে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, অনেকে আবার এমন ঝুঁকি নেওয়ার জন্য সমালোচনাও করেছেন৷
advertisement
আরও পড়ুন: পদ্মায় দৈত্যাকার কাতলা! ওজন কত? বিক্রি কত টাকায়? শুনলে চোখ কপালে উঠতে বাধ্য!
পাকিস্তানের আয়ান অ্যান্ড আরিবা শো নামক একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে আয়ানের দিদি দশ বছরের আরিবা প্রথমে নিজের ভাইয়ের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিচ্ছে৷ আয়ান যে গ্রামের রাস্তায় দক্ষ হাতে টয়োটা ফরচুনার গাড়ি চালিয়ে দেখাবে, সেকথাও জানায় সে৷
এর পরই দেখা যায় ৮ বছরের ওই খুদে নীল পাঠান স্যুট পরে দরজা খুলে গাড়ির চালকের আসনে গিয়ে বসল৷ এর পরের দৃশ্যেই দেখা যাচ্ছে, দক্ষ হাতে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আয়ান৷ ব্রেকে পা দেওয়ার জন্য চালকের আসনে অনেকটা এগিয়ে বসেছে সে৷ আয়ান যে গাড়ি চালানোয় যথেষ্ট পটু, ভিডিও-তেই তা পরিষ্কার৷ তবে যে রাস্তায় গাড়িটি চলছিল, সেটি তুলনামূলক ভাবে ফাঁকাই ছিল৷ তা সত্ত্বেও খুদের কৃতিত্বকে খাটো করার জায়গা নেই৷ গাড়ি চালাতে চালাতে আয়ান নিজেই জানিয়েছে, ৬ বছর বয়স থেকে গাড়ি চালাচ্ছে সে৷
আরও পড়ুন: সাত ফিট ১০ ইঞ্চি লম্বা মানুষ! আস্ত চার চাকা যাঁর সামনে খেলনার মতো দেখায়
কিন্তু এত ছোট বাচ্চার হাতে কেন গাড়ির স্টিয়ারিং ছাড়া হল, সেই প্রশ্ন তুলেছেন অনেক দর্শক৷ একজন দর্শক লিখেছেন, 'ভারত হলে এতক্ষণে শিশুটির বাবার জেল হয়ে যেত৷'
ভারতের মতো পাকিস্তানেও ১৮ বছর না হলে গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয় না৷ ফলে শিশুটির গাড়ি চালানোর ভিডিও যতই জনপ্রিয় হোক না কেন, এই কাজ যে আইন বহির্ভূত, তা বলার অপেক্ষা রাখে না৷