Tallest Man: সাত ফিট ১০ ইঞ্চি লম্বা মানুষ! আস্ত চার চাকা যাঁর সামনে খেলনার মতো দেখায়

Last Updated:

Tallest Man Of Pakistan: ইনিই কি বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ? উচ্চতা দেখে অবাক হবেন।

#নয়াদিল্লি: এই পৃথিবীতে বিভিন্ন আকারের মানুষ রয়েছে। কেউ খুব মোটা, কেউ খুব রোগা, আবার কেউ লম্বা, কারও উচ্চতা আবার খুবই কম। বেশিরভাগ মানুষ গড়পড়তা হলেও আজকাল এমনই একজনের একটি ভিডিও ভাইরাল হচ্ছে যিনি কি না অস্বাভাবিক লম্বা।
সেই ব্যক্তির সামনে রাখা গাড়িটিকে খেলনার মতো দেখায়। লম্বা এই মানুষটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে দেখা যাচ্ছে এবং শেয়ার করাও হচ্ছে। কে এই মানুষটি! তাঁর উচ্চতাই বা কতটা!
আরও পড়ুন- ভরা ফুডকোর্টেই সন্তানকে প্রস্রাব করালেন মা! ভাইরাল ছবি দেখে কী বলছেন নেটিজেনরা?
ভিডিওতে ওই ব্যক্তির উচ্চতা দেখলে আপনি অবাক হবেন। ভিডিওতে দেখা যাচ্ছে, এত লম্বা ব্যক্তি গাড়ির থেকে বেরোচ্ছেন। তাঁর সামনে থাকা গাড়িটিকে খেলনার মতো দেখাচ্ছে। সেই ব্যক্তি যখন গাড়িতে বসতে যাচ্ছেন, তখন মনে হচ্ছে ছোট বাচ্চাদের গাড়িতে চড়তে যাচ্ছে।
advertisement
advertisement
একজন ব্যক্তি যখন গাড়ির কাছাকাছি দাঁড়িয়ে থাকেন, তখন সচরাচর গাড়ির উচ্চতা তাঁর কোমর পর্যন্ত পৌঁছায় না। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা চমকে দেওয়া মতো। গাড়ির ছাদ ওই ব্যক্তির কোমর পর্যন্ত। বুঝতে পারছেন তবে যে সেই ব্যক্তি ঠিক কতটা লম্বা!
ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তি গাড়ির ভেতরে বসার চেষ্টা করছেন। কিন্তু তাঁর মাথা গাড়ির ছাদের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এদিকে তাঁর পায়ের দৈর্ঘ্যও দেখার মতো। তাঁর পায়ের দৈর্ঘ্য গাড়ির দরজার চেয়ে একটু কম।
advertisement
জানিয়ে রাখা ভাল, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তাঁর নাম নাসির সুমরো। ওই ব্।ক্তি পাকিস্তানের বাসিন্দা। তিনি পাকিস্তানের দ্বিতীয় লম্বা মানুষ। ভিডিও দেখুন-
advertisement
৪৮ বছর বয়সী সুমরোর উচ্চতা সাত ফিট দশ ইঞ্চি। তিনি এই বয়স পর্যন্ত বেঁচে থাকা বিশ্বের সবচেয়ে লম্বা ব্যক্তিদের একজন। তাঁর উচ্চতার কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকেন।
আরও পড়ুন- টানা ৫০৫ দিন ধরে কোভিড-১৯ আক্রান্ত এই ব্যক্তি! দীর্ঘস্থায়ী সংক্রমণের রেকর্ড
২২ এপ্রিল ইউটিউবে তাঁর একটি ভিডিও দেখা যায়। এই ভিডিওতে তাঁকে দুজনের সাহায্যে একটি বাজারে হাঁটতে দেখা যায়। হেলিকপ্টার_যাত্রা_ নামের ইনস্টাগ্রাম পেজেও নাসির সুমরো গাড়িতে চড়ার ভিডিও আপলোড করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Tallest Man: সাত ফিট ১০ ইঞ্চি লম্বা মানুষ! আস্ত চার চাকা যাঁর সামনে খেলনার মতো দেখায়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement