সিসিটিভি জানিয়েছে, যে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চিনের সীমান্ত এলাকা থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। কম্পণ এতটাই শক্তিশালী ছিল যে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগর ও আর্টাক্সেও অনুভূত হয়েছে। সিসিটিভি অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫ কিমি নিচে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে যেই এলাকায় ভূমিকম্পের কম্পণ তীব্র অনুভব হয়েছে, সেখান জনবসতি খুব একটা বেশি ছিল না। ফলে ভূমিকম্পের জেরে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
মাত্র কদিন আগেই ভয়ানক ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে সিরিয়া এবং তুরস্ক। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ হাজার। গৃহহীন হয়েছে ১৫ লাখ মানুষ। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ৭.৮। তুরস্ক, সিরিয়ার এই ভূমিকম্পকে গত একশো বছরের মধ্যে এই অঞ্চলের সবথেকে ভয়াবহতম বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন, তুরস্কের থেকেও ভয়ানক ভূমিকম্পে কাঁপবে দেশের এই রাজ্য, সতর্কতা বিজ্ঞানীদের
আরও পড়ুন, ফের ভূমিকম্প ভারতে! কেঁপে উঠল এই এলাকা, বাড়ি ছেড়ে বেরোলেন সকলে
এরই মধ্যে গত সোমবার ফের তুরস্কে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.৪। এই ভূমিকম্পেও ৮ জন মানুষের মৃত্যু হয়েছে। ২৯৪ জন আহত হয়েছে, যাঁদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বের একাধিক রাজ্যে গত কয়েক সপ্তাহে ভূমিকম্প হয়েছে। সিকিম, মেঘালয়, অসম-সহ একাধিক রাজ্য মৃদু মাত্রার ভূমিকম্প হয়েছে।