রিখটার স্কেলে মধ্যমমানের ভূমিকম্প (Earthquake) হলেও মেলবোর্নে ব্যাপকভাবে অনুভূত হয় ভূমিকম্প৷ অস্ট্রেলিয়ার (Australia Earthquake) স্থানীয় সময় সকাল ৯ টা তে ভূমিকম্প হয়৷ ১০০ কিলোমিটার দূরে তৈরি হওয়া এই ভূমিকম্পের উৎসস্থল ছিল৷
advertisement
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছিল মেলবোর্ন ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮ , পরে তা ৫.৯ জানানো হয়েছে৷ মাটির নিচে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল৷
আরও পড়ুন - Daily Panchang 22 september 2021: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
আরও পড়ুন - Kartik Tyagi| IPL 2021: একাই বদলে দিলেন ম্যাচের ছক, কেমন ছিল কার্তিক ত্যাগীর শেষ ওভার
মেলবোর্নের (Melbourne earthquake) কেনাকাটার চত্বরে এই ভূমিকম্পের অভিঘাত সবচেয়ে বেশি হয়৷ মেলবোর্নের চ্যাপেল স্ট্রিটে বাড়ি থেকে ইঁট ভেঙে পড়তে থাকে৷
৩৩ বছরের জুমে ফিম মেলবোর্নে ক্যাফে মালিক তিনি রাস্তার ওপর মেনে পড়েন যেই কম্পন অনুভূত হয়৷ এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন পুরো বাড়ি কাঁপছিল৷ সমস্ত জানলা কাঁপছিল৷ মনে হচ্ছিল ঢেউয়ের ওপর কম্পন হচ্ছে৷
তিনি জানিয়েছেন প্রচণ্ড আতঙ্কে কাঁপছিলেন, এরকম ভয় তিনি কোনওদিনই পাননি৷